corona virus btn
corona virus btn
Loading

বৃষ্টির কোপে ইন্ডোরে অনুশীলন অজিদের, পার্ক সার্কাসের মলে শপিংয়ে ওয়ার্নাররা

বৃষ্টির কোপে ইন্ডোরে অনুশীলন অজিদের, পার্ক সার্কাসের মলে শপিংয়ে ওয়ার্নাররা
Photo: David Warner/Instagram Handle

সন্ধেয় পার্ক সার্কাসের মলে অন্য মেজাজে দেখা গেল ওয়ার্নার-ফকনারদের ৷

  • Share this:

#কলকাতা: মহালয়ার সকালে বৃষ্টি অসুর। দিনভর হোটেলবন্দী টিম ইন্ডিয়া। নিজের ঘরে মনসংযোগে ব্যস্ত কোহলি। কানে হেডফোন লাগিয়ে ধ্যানমগ্ন বিরাট। ব্যাঘাত ঘটাতে ৪ জন ক্রিকেটার বল ছুঁড়ে গেলেন ঘরের দেওয়ালে। অন্যদিকে শহরের পুলিশ ট্রেনিং স্কুলে শ্যুটিং প্র্যাক্টিসে ধোনি। তবে বিকেলে আলো কমে যাওয়ায় রাইফেল শ্যুট করতে পারলেন না মাহি। সন্ধেয় বন্ধুদের সঙ্গে আড্ডা। মহড়ার সময় নিয়েও দুদলের ঠোকাঠুকি চলল। কোহলিরা অনুশীলন এগিয়ে আনতে চাইলেও পুলিশ অনুমতি দেয়নি। শেষমেশ বৃষ্টিতে ভেস্তে যায় শাস্ত্রীদের পিচ দর্শন আর গা ঘামানোর পরিকল্পনা।

এদিকে রূপক গুহ। আশুতোষ শিবরাম। কেউ নাম শুনেছেন বলে তো মনে হয় না । কিন্তু স্মিথদের নেটে রাতারাতি সব ক্যামেরার ফোকাসে ময়দানের দুই অখ্যাত চায়নাম্যান। কুলদীপ কাঁটার টোটকার খোঁজে দ্বিতীয় ডিভিশনের স্পিনাররাই আপাতত ক্যাঙারুদের ভরসা। বৃষ্টিতে ঢাকা ইডেন ছেড়ে ইন্ডোরের নেটেই ১ ঘণ্টার অনুশীলন। ম্যাক্সওয়েল মরিয়া রিভার্স সুইপে পারফেকশন আনতে। তবে অনুশীলনে বেশ কয়েকবার স্মিথ-ম্যাক্সওয়েলদের বিব্রত করলেন সুর্বাবণ আর সিটির দুই স্পিনার। মঙ্গলবার পিচ দেখার ইচ্ছে অপূর্ণই রয়ে গেল অজি অধিনায়কের। জাম্পার দাবি, এখনও টিম ইন্ডিয়ার সেরা উইকেট ধোনিই। এদিকে সন্ধেয় পার্ক সার্কাসের মলে অন্য মেজাজে দেখা গেল ওয়ার্নার-ফকনারদের ৷

পুরো খবর পড়ুন
अगली ख़बर