ভারত: ২৪৪
#অ্যাডিলেড: বৃহস্পতিবার অ্যাডিলেডে টেস্টের প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান ৷ আজ, শুক্রবার সকালে প্রথম ইনিংসে আর মাত্র ১১ রানই যোগ করতে পারলেন ঋদ্ধিরা ৷ কামিন্স-স্টার্কদের দাপটে ২৪৪ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস ৷ ঋদ্ধি (৯), অশ্বিন (১৫), উমেশ (৬), বুমরাহ (অপরাজিত ৪) এবং শামি (০), রান পাননি কেউই ৷ অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্টার্ক ৫৩ রান দিয়ে ৪ উইকেট এবং কামিন্স ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন ৷
অ্যাডিলেডে গতকাল, বৃহস্পতিবার প্রথম দিনের শেষে অ্যাডভ্যান্টেজ পজিশনেই ছিল অস্ট্রেলিয়া। সারাদিনে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে ভারত। অধিনায়ক বিরাট কোহলির রান আউট ভারতের হাত থেকে ম্যাচের রাশ তুলে দেয় ক্যাঙারুদের হাতে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খান তো বলেই ফেলেছিলেন, “পিচ দেখে মনে হয়নি এত কম রান উঠবে। ২১ ওভার বল করেছে অস্ট্রেলিয়ার স্পিনার ন্যাথান লায়ন, তবুও সেই ভাবে রান করতে পারেনি ভারত।” উইকেটে সুইং আছে, গতিও আছে ৷ দ্বিতীয় দিনে ভারতীয় বোলাররা কেমন বল করেন, সেটাই এখন দেখার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia