আহমেদাবাদ: শুভমান গিলের পর বিরাট কোহলির অনবদ্য শতরান। প্রায় ২ দিন ধরে ব্যাটিং করার পর আহমেদাবাদ টেস্টের রাশ অনেকটাই নিজেদের হাতে নিল ভারতীয় দল। দীর্ঘ ৩ বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে তিন অঙ্কের রান করলেন বিরাট কোহলি। চতুর্থ দিনে বিরাটের ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়ার স্কোরের একেবারে কাছে পৌছে গেল টিম ইন্ডিয়া। জাদেজার পর কোহলিকে যোগ্য সঙ্গ দিলেন অক্ষর প্যাটেল। চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৪৭২ রানে ৫ উইকেট। ১৩৫ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি ও ৩৮ রানে অপরাজিত রয়েছেন অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রানের থেকে মাত্র ৮ রানে পিছিয়ে ভারত।
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৮৯ রানে ৩ উইকেট। ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। চতুর্থ দিনের সকালে শুরুটা ভালোই করেছিল কোহিল-জাদেজা জুটি। নিজেদের অর্ধশতরানের পার্টনাররশিপও পূরণ করেন তারা। কিন্তু দলের ৩০৯ রানের মাথায়ল তাড়াহুড়ো করতে গিয়ে কার্যত নিজের উইকেট উপহার দিয়ে আসেন রবীন্দ্র জাদেজা। ব্যক্তিগত ২৮ রান করে টড মার্ফির বলে আউট হন জাড্ডু। এরপর বিরাট কোহলিকে সঙ্গ দিতে আসেন কেএস ভরত। লাঞ্চের আগে অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করে ফেলেন কোহলি-ভরত জুটি। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ৩৬২ রানে ৪ উইকেট। ৮৮ রানে অপরাজিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর ২৫ রানে অপরাজিত রয়েছেন কেএস ভরত।
আরও পড়ুনঃ Viral News: ক্রিকেটে এক বলে সর্বোচ্চ কত রান হতে পারে? জানলে চক্ষু চড়কগাছ হবে আপনারও
লাঞ্চের পর বিরাট কোহলি ও কেএস ভরত নিজের ইনিংস চালিয়ে যান। তবে দলের ৩৯৩ রানের মাথায় আউট হন ভরত। ৪৪ রান করেন তিনি। এরপর কোহলিকে সঙ্গ দেন অক্ষর প্যাটেল। রানের গতিবেগও ধীরে ধীরে বাড়ান দুজনে। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করে কোহলি-অক্ষর জুটি। আর লাঞ্চের পর নিজের শতরান পূরণ করেন বিরাট কোহলি। ১২০৫ দিন পর টেস্ট ক্রিকেটে শতরান করে তৃপ্ত দেখায় বিরাট কোহলিকে। সেঞ্চপির করার পরও নিজের ধৈর্য্যশীল ব্যাটিং চালিয়ে যান বিরাট। অপরদিকে, নিজের দুরন্ত ফর্ম বজায় রাখেন অক্ষর। চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৪৭২ রানে ৫ উইকেট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ahmedabad, India vs Australia, Team India, Virat Kohli