corona virus btn
corona virus btn
Loading

বৃষ্টিতে ড্র সিডনি টেস্ট, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস টিম ইন্ডিয়ার

বৃষ্টিতে ড্র সিডনি টেস্ট, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস টিম ইন্ডিয়ার
Photo Courtesy: BCCI/Twitter
  • Share this:

ভারত: ৬২২/৭ (ডিক্লেয়ার)অস্ট্রেলিয়া: ৩০০ (১০৪.৫ ওভার) ও ৬/০ (৪ ওভার)

বৃষ্টিতে ড্র সিডনি টেস্ট, সিরিজ ১-২-তে জিতে নিল ভারত

#সিডনি: যা আশঙ্কা করা হয়েছিল, শেষপর্যন্ত তাই ঘটল ৷ সিডনিতে টেস্টের পঞ্চম দিনে বৃষ্টিতে খেলা হল না এক বলও ৷ লাঞ্চের পর তাই দু’দলের অধিনায়কের সম্মতি নিয়েই ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা  ৷ সিরিজ ১-৩-এ জয়ের সোনার সুযোগ হাতছাড়া হলেও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ল বিরাটের ভারত ৷

শনিবার চতুর্থ দিনের মতো আজ, রবিবার টেস্টের পঞ্চম দিনেও সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় সিডনিতে ৷ এর জন্য লাঞ্চের সময়ও এগিয়ে নিয়ে আসা হয় ৷ কিন্তু এরপরেও অবশ্য খেলা শুরু করা সম্ভব হয়নি ৷

কপিল দেব, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি-রা যা পারেননি, সেটাই করে দেখালেন বিরাট কোহলি এবং তাঁর দল ৷ শুধু ভারত অধিনায়ক হিসেবেই নয়, এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জেতার নজির গড়লেন বিরাট ৷ তাঁর হাত ধরেই অধরা ইতিহাস ছুঁল ভারতীয় ক্রিকেট ৷ রবিবার চতুর্থ দিনে ২৫ ওভার খেলা হলেও সোমবার পঞ্চম দিনে খেলা হল না এক বলও ৷ তাই সিডনি টেস্ট ড্রয়ের পাশাপাশি সিরিজ ১-২-তে জিতেই সন্তুষ্ট থাকতে হল কোহলি ব্রিগেডকে ৷

এর আগে শেষ বার অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের সুযোগ এসেছিল ২০০৩-০৪ মরশুমে। সে বার ভারত-অস্ট্রেলিয়ার জয়ের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্টিভ ওয়। সৌরভের হাত ধরে সে দিন যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, তারই যেন শাপমোচন হল সোমবার। সত্তর বছরে এই প্রথম কোনও ভারত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতলেন বিরাট কোহলি।

First published: January 7, 2019, 10:12 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर