হোম /খবর /খেলা /
আহমেদাবাদে ভারতীয় ব্যাটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ,প্রথম ইনিংসে ৪৮০ রান করল অজিরা

IND vs AUS: আহমেদাবাদে ভারতীয় ব্যাটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ, প্রথম ইনিংসে ৪৮০ রান করল অস্ট্রেলিয়া

IND vs AUS: আহমেদাবাদ টেস্ট ৪৮০ রানের বিশাল স্কোর করল অস্ট্রেলিয়া। প্রথম দিনে উসমান খোয়াজার অনবদ্য শতরানের পর দ্বিতীয় দিনে শতরান করল গ্রিন। প্রথম ইনিংসে ভারতের ৬ উইকেট নিলেন অশ্বিন।

  • Share this:

আহমেদাবাদ: আহমেদাবাদ টেস্টের জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট ভারত সরাসরি পাকা করতে পারবে। তা নাহলে তাকিয়ে থাকতে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের দিকে। কিন্তু আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জিং টোটাল করল অস্ট্রেলিয়া। উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিনের জোড়া শতরানের সৌজন্যে ৪৮০ রানের বিশাল স্কোর করল ব্যাগি গ্রিনরা। ১৮০ রান করেন খোয়াজা ও ১১৪ রান করেন গ্রিন। শেষের দিকে ন্যাথান লায়ন ৩৪ ও টড মার্ফি ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

২৫৫ রানে ৪ উইকেট থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। শতরান করে ক্রিজে ছিলেন উসমান খোয়াজা। অর্ধশতরান করেছিলেন গ্রিন। শত চেষ্টা করেও প্রথম সেশনে একটিও উইকেট ফেলতে পারেনি ভারতীয় বোলিং অ্যাটাক। ২৫৫ রানের পর দ্বিতীয় দিনের প্রথম সেশনে আরও ৯২ রান যোগ করে উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই নিজের ১৫০ রান পূরণ করেন খোয়াজা। শতরানের দোরগাড়ায় পৌছে গিয়েছিলেন গ্রিন। লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩৪৭।

লাঞ্চের পরও নিজেদের পার্টনারশিপ চালিয়ে যান দুই অজি তারকা। ভারতের মাটিতে নিজের প্রথম শতরান পূরণ করেন ক্যামেরন গ্রিন। অজিদের স্কোর যত এগিয়েছে তত চাপ বেড়েছে ভারতের উপর। নিজেরে ২০০ রানের পার্টনারশপও পূরণ করনে খোয়াজা ও গ্রিন। শেষ পর্যন্ত ১১৪ রান করে আউট হন গ্রিন। এরপর অ্যালেক্স ক্যারে ও মিচেল স্টার্ক খুব বড় রান করতে পারেননি। উসমান খোয়াজাকে সঙ্গ দেন লায়ন। তা বিরতির আগেই ৪০০ রান পার করে ফেলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪০৯ রানে ৭ উইকেট। ১৮০ রানে অপরাজিত ছিলেন খোয়াজা ও লায়ন অপরাজিত ছিলেন ৬ রানে।

চা বিরতির পর দ্রুত সাজঘরে ফেরেন উমান খোয়াজা। তখনও দ্রুত উইকেট নিতে পারলে ৫০০ রাবের কাছাকাছি পৌছতে অজিদের স্কোর। কিন্তু সেই সময় ন্যাথান লায়ন ও টড মার্ফি দুজনে ৭০ রানের পার্টনারশিপ গড়েন। যার সৌজন্য ৪৫০ রানের গণ্ডি টপকে যায় ব্যাগি গ্রিনরা। প্রথম ইনিংসে এত বড় স্কোর করায় আহমেদাবাদ টেস্টে এখন থেকেই অস্ট্রেলিয়াকে অ্যাডভান্টেজ দিচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

Published by:Sudip Paul
First published:

Tags: Ahmedabad, Cricket, IND vs AUS, India vs Australia