হোম /খবর /খেলা /
ড্র হল আহমেদাবাদ টেস্ট, ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর সিরিজ দখলে রাখল ভারত

IND vs AUS: ড্র হল আহমেদাবাদ টেস্ট, ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর সিরিজ দখলে রাখল ভারত

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

IND vs AUS: চা বিরতির পর বেশি সময় খেলা হল আহমেদাবাদ টেস্টে। শেষ পর্যন্ত অমীমাংসীতভাবেই শেষ হলল ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। তবে প্রথম দুটি টেস্ট জেতায় ২-১ ব্যবধানে বর্ডার গাভাসকর সিরিজ জিতল ভারত।

  • Share this:

আহমেদাবাদ: পঞ্চম দিনের শুরুতে আহমেদাবাদের উইকেটে বল আশানুরূপ না ঘোরায় তখনই বোঝা গিয়েছিল ড্র হওয়া নিশ্চিৎ ভারত-অস্ট্রলিয়ার চতুর্থ টেস্ট। প্রথম দুই সেশনের খেলার পর মাত্র ২ উইকেট পড়েছিল অস্ট্রেলিয়ার। ৯০ রান ও ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ট্রেভিস হেড ও মার্নাস লাবুশানে। চা বিরতির পর আর বেশি সময় খেলা গড়ায়নি। ১৭৫ রানে ২ উইকেটে খেলা শেষ করার সিদ্ধান্ত নেয় দুই দল। অমীমাংসীতভাবেই শেষ হল চতুর্থ টেস্ট। তবে প্রথম দুটি টেস্ট জেতায় ২-১ ব্যবধানে বর্ডার গাভাসকর সিরিজ জিতল ভারত। ম্যাচ ড্র হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। ক্রাইস্ট চার্চে প্রথম টেস্টে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারাতেই ভারতের ফাইনাল নিশ্চিৎ হয়ে যায়। অস্ট্রেলিয়া আগেই ফাইনালের টিকিট পাকা করে ফেলেছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আরও একবার সাক্ষাৎ হবে ভারত-অস্ট্রেলিয়ার।

চতুর্থ দিনের অস্ট্রেলিয়ার স্কোর ছিল বিনা উইকেটে ৩। ক্রিজে ছিলেন ট্রেভিস হেড ও নাইট ওয়াচম্যান ম্যাথিউ কুনেমান। পঞ্চম দিনের শুরুটা ভালো করে ভারতীয় দল। দিনের শুরুতেই রবিচন্দ্রন অশ্বিনের বলে সাজঘরে ফেরত যান কুনেমান। এরপর ট্রেভিস হেডের সঙ্গে দলের স্কোর বর্ড এগিয়ে নিয়ে যান মার্নাস লাবুশানে। ঠান্ডা মাথায় ব্যাটিং করেন দুই তারকা ব্যাটার। লাঞ্চের আগেই অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন তারা। লাঞ্চ পর্যন্ত আর কোনও উইকেট নিতে পারেনি ভারত।

লাঞ্চের পরও পার্টনারশিপ জারি থাকে লাবুশানে ও হেডের। শতরানের পার্টনারশিপও পূরণ করেন তারা। পঞ্চম দিনের উইকেটেও সাবলীলভাবে শট খেলেন দুই অজি তারকা। দুজনেই নিজেদের অর্ধশতরান পূরণ করেন। চা বিরতির আগে শতরানেক দোরগোড়ায় গিয়ে আউট হন ট্রেভিস হেড। ৯০ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হন তিনি। ১০টি চার ও ২টি ছয়ে সাজানো তার ইনিংস। চা বিরতির আগে পর্যন্ত মার্নাস লাবুশানে অপরাজিত ৫৬ রানে ও স্টিভ স্মিথ অপরাজিত ০ রানে। ভারতের থেকে ৬৪ রানে এগিয়ে ছিল ব্যাগি গ্রিনরা।

আরও পড়ুনঃ ক্রাইস্টচার্চ থেকে সুখবর এল আহমেদাবাদে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

চা বিরতির পর মাঠে নেমে মাত্র কয়েক ওভারই খেলা হয়। খেলার ভাগ্য নির্ধারিত অনেক আগেই হয়ে গিয়েছিল। তাই আর বেশি সময় নষ্ট না করে ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেয় দুই দল। ১৭৫ রানে ২ উইকেটে খেলা শেষ হয়। সেই সময় মার্নাস লাবুশানে ৬৩ ও স্টিভ স্মিথ ১০ রানে অপরাজিত ছিলেন। শেষ ম্যাচ ড্র হলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারতীয় দল। এই নিয়ে পরপর চারবার বর্ডার-গাভাসকর ট্রফি জিতল টিম ইন্ডিয়া। যেই নজির এর আগে নেই।

Published by:Sudip Paul
First published:

Tags: Cricket, IND vs AUS, India vs Australia, Indian Cricket Team