দিল্লি: বর্ডার-গাভাসকর সিরিজের ফলের উপর নির্ভর করছে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছবে কিনা। নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ১৩২ রানে হারিয়ে ৪ ম্যাচের সিরিজের শুরুটা দুরন্ত করেছে টিম ইন্ডিয়া। ভারতের লক্ষ্য যে সিরিজে অজিদের হোয়াইট ওয়াশ করা সেই আভাস পাওয়া গিয়েছে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার কথায়। শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। দিল্লিতেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভরত। অপরদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্যাগি গ্রিনরা।
প্রথম টেস্টে সহজে জয়ে পেয়েছিল ভারতীয় দল। বোলিং লাইনের পারফরম্যান্স নিয়ে খুব একটা চিন্তা নেই ভারতের। দিল্লির উইকেটেও বল বরাবর স্পিন করে। ফলে অশ্বিন, জাদেজা, অক্ষরদের সামলাতে অজিদের বেগ পেতে হবে তা বলাই যায়। স্পিন মন্ত্রেই দিল্লি টেস্ট জয়ের ছক কষছে ভারত। তবে ব্যাটিং নিয়ে একটিু চিন্তা রয়েছে। প্রথম ম্যাচে একটি ইনিংস ব্যাট করলেও সেখানে রোহিত শর্মা ছাড়া অন্য কোনও প্রধান ব্যাটার রান পাননি। রান করেছিলেন জাদেজা, অক্ষর, শামিরা। ফলে দ্বিতীয় ম্যাচে বিরাট, পুজারা, রাহুলদের ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। দিল্লি ভারতীয় ব্যাটিং লাইনের চেনা ছন্দে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক রোহিত শর্মাও।
অপরদিকে, মুখে বড় বড় কথা বললেও ভারতের স্পিন জুজু-তে যে এখনও একেবারে কাবু অস্ট্রেলিয়া, তার প্রমাণ মিলেছে নাগপুর টেস্টে। প্রথন ইনিংসে ১৭৭ করলেও দ্বিতীয় ইনিংস ৯১-তেই শেষ। লজ্জার হারের পর দিল্লিতে টেস্টে ঘুড়ে দাঁড়ানোর জন্য কোনও খামতি রাখছে না প্যাটি কামিন্সের দল। ভারতের স্পিন অ্যাটাকা মোকাবিলা করার জন্য বিশেষ অনুশীলনও সেরেছে ব্যাগি গ্রিনরা। বোলিং অ্যাটাকের শক্তি বাড়াতে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন মিচেল স্টার্কও। পরিবর্তন হতে পারেব ব্যাটিং লাইনেও।
আরও পড়ুনঃ Lionel Messi: ফের 'বর্ষসেরা ফুটবলার' হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে
প্রসঙ্গত, ভারতের উইতেটে দুই দলের ব্যাটিং-বোলিং লাইনের শক্কি, ভারসাম্য ও গভীরতা বিচার করলে অস্ট্রেলিয়াক থেকে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। বিশেষ করা ভারতের স্পিন অ্যাটাক অস্ট্রেলিয়ার থেকে অনেক শক্তিশালী। দিল্লি উইকেটে ইতিহাস বলছে এখানে স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। তাই দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS, India vs Australia, Match Preview, Team India