#মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি টেস্টে বাংলাদেশের দলই ধরে রাখল ভারত। খুব সংক্ষেপে আজ এই সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সবার নজর ছিল বাংলার পেসার মহম্মদ শামির ফিরে আসার দিকে। কিন্তু বোর্ডের খবর, এখনও ফিট নন ভারতীয় পেসার। তাই রাঁচি টেস্টের আগে তাঁর ফেরার সম্ভাবনা নেই। শুধু শামি নন, পরের দুটি টেস্টে দেখা হতে পারে রোহিত শর্মাকেও।
এদিকে ভারতে এসেই বিড়ম্বণা অস্ট্রেলিয়া দলের। মুম্বই বিমানবন্দরে নিজেদের কিট নিজেদেরকেই বইতে হল স্মিথদের। ভারতের মাটিতে চার টেস্টের সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। কিন্তু তাঁদের কিট নিয়ে যাওয়ার কোনও গাড়ি নেই। তাই টেম্পোতে নিজেরাই কিট তুললেন অজি ক্রিকেটাররা। মূলত গোটা কাজটাই করলেন অধিনায়ক স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। গোটা ঘটনায় হতবাক ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনকী, বিসিসিআইয়ের আচরণেও তাঁরা ক্ষুব্ধ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, করুন নায়ার, জয়ন্ত যাদব, অভিনব মুকুন্দ, হার্দিক পাণ্ডিয়া
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Australia Series, Indian Squad, Indian Team, Mohammad Shami