• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • INDIA VS AUSTRALIA 2017 FAST BOWLERS ARE PRIME CONTENDERS FOR INDIAS SUCCESS SAYS VIRAT KOHLI

বৃহস্পতিবার পুণে থেকেই টিম বিরাটের নতুন যুদ্ধ শুরু

Photo Courtesy : BCCI

বৃহস্পতিবার থেকে আবার নতুন যুদ্ধ। সেই যুদ্ধে আত্মতুষ্টির কোনও জায়গা নেই।

 • Share this:

  #পুণে: বৃহস্পতিবার থেকে আবার নতুন যুদ্ধ। সেই যুদ্ধে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। যা হয়েছে, তা ভুলে গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন করে শুরুর দাবি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

  টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার তকমা। ঘরের মাঠে কঠিন ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০-তে সিরিজ জয়। টিম ইন্ডিয়া থেকে টিম কোহলিতে রূপান্তর। গত আঠেরো মাস এই ঘটনার পরেও পুণে থেকে নতুন যুদ্ধ। কী হয়েছে মনে রেখে লাভ নেই। বরং ফোকাস করা উচিত কী হতে পারে, তার উপরে। বুধবার প্রথম টেস্টের আগে দলের কাছে টোটকা ভারত অধিনায়কের।

  বল ঘুরবে, হয়তো নীচু হবে। পুণের বাইশ গজ নিয়ে এমনই আগাম পূর্বাভাস ভারত অধিনায়কের। তাই আস্থা থাকছে সেই বোলারদের উপরেই।

  দল কী হবে ? স্মিথদের ব্যাটিংয়ের বিরুদ্ধে সম্ভবত তিন স্পিনারই খেলবেন। দুই পেসার হয়তো ভুবির সঙ্গে উমেশ। সাংবাদিক সম্মেলনে বিরাট কী বললেন আজ দেখে নিন সেই ভিডিও ৷

  First published: