হোম /খবর /খেলা /
রোহিত-জাদেজার ব্যাটে নাগপুর টেস্টে লিড নিল ভারত

IND vs AUS 1st Test: রোহিত-জাদেজার ব্যাটে নাগপুর টেস্টে লিড নিল ভারত

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

India vs Australia 1st Test: নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে দ্বিতীয় দিনে শতরান করলেন রোহিত শর্মা। চা বিরতি পরযেনত ৪৯ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

  • Share this:

নাগপুর: রোহিত শর্মার শতরানে ভর করে নাগপুর টেস্টে লিড নিল ভারতীয় দল। পাশাপাশি বল হাতে ভেলকি দেখানোর পর ব্যাটিংয়ে রোহিত সঙ্গ দিচ্ছেন জাদেজা। দ্বিতীয় দিনের সকালে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। সেখান থেকে একা দলকে টানেন রোহিত। লাল বলের ক্রিকেটে নিজের নবম শতরান পূরণ করেন রোহিত শর্মা। চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ২২৬ রানে ৫ উইকেট।

প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৭৭ রানে ১ উইকেট। দ্বিতীয় দিনে ইনিংসের শুরুটা ভালোই করেছিল রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে রোহিত শর্মার সঙ্গে ৪২ রানের পার্টনারশিপ করেন অশ্বিন। ২৩ রান করে টড মারফির বলে আউট হন অশ্বিন। এরপর চেতেষ্বর পুজারা এসেও বেশি সম ক্রিজে কাটাতে কাটাতে পারেননি। মাত্র ৭ রান করে তিনিও টড মারফির শিকার হন।

নাগপুরে বিরাট কোহলির ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমিরা। কিন্তু বিরাট নিরাশ করেন। ১২ রান করে মারফির বলে আউট হন তিনি। অভিষেক টেস্টে মাত্র ৮ রান ককে ন্যাথান লায়নের বলে আউট হন সূর্যকুমার যাদব। অপরদিক থেকে নিজের ইনিংস চালিয়ে যান রোহিত শর্মা। ১৭১ বলে নিজের শতরান পূরণ করেন রোহিত শর্মা। তার এই অনবদ্য ইনিংস ১৪টি চার ও ২টি ছয় দিয়ে সাজানো। রোহিতের ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়ার প্রথনম ইনিংসের স্কোর টপকে যায় ভারত।

আরও পড়ুনঃ IND vs AUS 1st Test: নাগপুরে রোহিত শর্মার শতরান, ভাগ বসালেন কোহলির রেকর্ডে

রোহিত শর্মাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। ঠান্ডা মাথায় ব্যাট করে রোহিত-জাদেজা জুটি এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন তারা। চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ২২৬ রানে ৫ উইকেট। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস থেকে ৪৯ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। ১১৮ রানে অপরাজিত রয়েছেন রোহিত শর্মা ও ৩৪ রানে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

Published by:Sudip Paul
First published:

Tags: India vs Australia, Ravindra Jadeja, Rohit Sharma