#অ্যাডিলেড: আজ, বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু গোলাপি বলের টেস্ট ম্যাচ ৷ প্রায় ১০ মাস পর টেস্ট খেলতে নেমেছে টিম ইন্ডিয়া ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ অস্ট্রেলিয়া দলে অভিষেক ঘটেছে ক্যামেরন গ্রিনের ৷
1st Test. India XI: P Shaw, M Agarwal, C Pujara, V Kohli, A Rahane, H Vihari, W Saha, R Ashwin, U Yadav, M Shami, J Bumrah https://t.co/fxaVmC6qAK#AusvInd
1st Test. Australia XI: J Burns, M Wade, M Labuschagne, S Smith, T Head, C Green, T Paine, P Cummins, M Starc, N Lyon, J Hazlewood https://t.co/fxaVmC6qAK#AusvInd
টস জেতার পর বিরাট বলেন, ‘‘উইকেট দেখে মনে হচ্ছে ব্যাট করার জন্য বেশ ভাল। বিদেশের মাটিতে আগে ব্যাট করে রান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনুশীলন দারুণ হয়েছে। কিছু প্র্যাকটিস ম্যাচও খেলেছে দল। আশা করছি দারুণ ম্যাচ হবে।’’
টেস্ট ম্যাচে যে কোনও দলই টস জিতে প্রথমে ব্যাট করতেই চায় ৷ অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেন, ‘‘উইকেট বেশ ভাল ৷ আগে ব্যাট করতেই চেয়েছিলাম ৷ তবে ঠিক আছে প্রথমে ফিল্ডিং করতেও কোনও সমস্যা নেই আমাদের ৷ ’’
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই দুর্দান্ত একটা লড়াই দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা ৷ বিরাটদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এত মাস পর টেস্ট খেলতে নেমেই গোলাপি বলের দিন রাতের টেস্ট খেলতে হচ্ছে তাঁদের ৷ বাংলাদেশের বিরুদ্ধে এর আগে ঘরের মাঠে একমাত্র দিন রাতের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে বিরাটদের। অ্যাডিলেডে টিম ইন্ডিয়া তাই কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার ৷