ভারত: ২৫৫, অস্ট্রেলিয়া: ২৫৮/ ০ (৩৭.৪ ওভার)
৭৪ বল বাকী থাকতেই ১০ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া
#মুম্বই: অস্ট্রেলিয়া ক্রিকেটের সোনালী দিন যতোই ফুরিয়ে যাক না কেন , ক্যাঙারুবাহিনী মাঠে নামা মানেই বিপক্ষ দলের ক্রিকেটাররা তাদের সমীহ করতে বাধ্য ৷ বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কাকে ঘরের মাঠে টিম ইন্ডিয়া উড়িয়ে দিলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যে এ দেশের শুধুমাত্র ‘ট্যুরিস্ট’ হিসেবে আসেননি ৷ সফরের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তারা ৷ দুই ওপেনার ওয়ার্নার-ফিঞ্চের দাপটে ১২.২ ওভার বাকী থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া ৷ ফিঞ্চরা ভারত সফর শুরুই করলেন দুর্দান্ত জয় দিয়ে ৷
Australia win by 10 wickets
An unbelievable effort from Aaron Finch and David Warner #INDvAUS pic.twitter.com/UVv9zzBp53— ICC (@ICC) January 14, 2020
টস জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের দাপটে পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারেনি ভারত। ৪৯.১ ওভারে ‘টিম ইন্ডিয়া’র ইনিংস শেষ হয়ে যায় ২৫৫ রানে। তবে এই রানও যথেষ্ট লড়াই করার মতো স্কোরই মনে করা হচ্ছিল ৷ বিশেষ করে যে দলের বোলিং অ্যাটাক তৈরি জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, শার্দুল ঠাকুরদের নিয়ে ৷ তারা বিনা লড়াইয়ে আত্মসমর্পন করার দল নয় ৷ কিন্তু বাস্তবে ঠিক উল্টোটাই ঘটতে দেখা গিয়েছে এদিন মুম্বইয়ের মাঠে ৷ ওয়ার্নার-ফিঞ্চদের ব্যাটিং বিক্রমের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ভারতীয় পেসাররা ৷ ব্যর্থ কুলদীপ-জাদেজারাও ৷ ওয়ার্নার ১২৮ এবং ১১০ রানে শেষপর্যন্ত অপরাজিত থাকেন অজি অধিনায়ক ফিঞ্চ ৷ ওয়াংখেড়েতে এদিন অজি ওপেনারদের চার-ছক্কার বন্যাই দেখা গিয়েছে ৷ বিপক্ষের কোনও উইকেট ফেলতে ব্যর্থ ভারতীয় বোলাররা ৷ ৭৪ বল বাকী থাকতেই ১০ উইকেটে জিতে ওয়ান ডে সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ৷