corona virus btn
corona virus btn
Loading

ক্যারিবিয়ান সফরে কামব্যাক ঋদ্ধির, টেস্ট স্কোয়াডে রোহিত, দলে নতুন মুখ নবদীপ-চাহার

ক্যারিবিয়ান সফরে কামব্যাক ঋদ্ধির, টেস্ট স্কোয়াডে রোহিত, দলে নতুন মুখ নবদীপ-চাহার
File Photo
  • Share this:

#মুম্বই: প্রত্যাশামতোই ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে কামব্যাক হল বাংলার উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার ৷ ২ টেস্টের জন্য ১৬ জনের দলে জায়গা পেলেন ঋদ্ধি ৷ দলে রয়েছেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থও ৷ আগামী ৩ অগাস্ট ফ্লোরিডায় প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর ৷ ২টি টেস্টের পাশাপাশি ৩টি ওয়ান ডে এবং ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ৷  বিরাট কোহলি এই সফরে বিশ্রাম নেবেন কী না, তা নিয়ে একটা জল্পনা ছিল ৷ শেষপর্যন্ত বিশ্রাম নয়, ক্যারিবিয়ান সফরে যাচ্ছেন অধিনায়ক কোহলি ৷ চোট সারিয়ে দলে ফিরেছেন ওপেনার শিখর ধাওয়ান ৷ টেস্ট দলে রয়েছেন রোহিত শর্মাও ৷ ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে দলের সহ-অধিনায়ক রোহিত হলেও টেস্টে সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকেই রেখে দিয়েছেন নির্বাচকরা ৷

মহেন্দ্র সিং ধোনি আগেই এই সফরে বিশ্রাম চেয়ে নেওয়ায় তাঁর জায়গায় ঋষভ পন্থের সুযোগ পাওয়াটা প্রায় নিশ্চিত ছিল ৷  টেস্ট, ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিন ফর্ম্যাটের দলেই উইকেটকিপার হিসেবে রয়েছেন ঋষভ ৷ টেস্ট দলে বিশেষ কোনও চমক না থাকলেও ওয়ান ডে ও টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন দিল্লির পেসার নবদীপ সাইনি ৷ এছাড়া ১৫ জনের টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন রাহুল চাহার, দীপক চাহার, ক্রুণাল পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দরও ৷ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট, ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল হল এই রকম ৷

First published: July 21, 2019, 3:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर