মুম্বই: টি-২০ বিশ্বকাপের ঠিক আগে আগামী সেপ্টেম্বরে ভারতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্সস্পোর্টস ডট কম এই খবর জানিয়েছে। ফক্স স্পোর্টসের তরফে আরো জানানো হয়েছে, সেপ্টেম্বরে ভারত সফরের আগে ও পরে জিম্বাবোয়ে, নিউজিল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ খেলবে ভারত।
আইপিএলের পর ও টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজ হবে ভারতের চতুর্থ টি-২০ সিরিজ। ২৯ শে মে আইপিএল শেষ হওয়ার পর ৯ থেকে ১৯ শে জুন ভারত ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। এরপর আয়ারল্যান্ডে গিয়ে ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে রোহিত ব্রিগেড।
এরপর ইংল্যান্ড সফরে গিয়ে গতবছর কোভিডের কারণে স্থগিত পঞ্চম টেস্ট খেলবে ভারত। পয়লা জুলাই পঞ্চম টেস্ট শুরু হবে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ ও তিন ম্যাচের একদিনের সিরিজ হওয়ার কথা। তবে টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার ভারত সফর ভারতকে বিশ্বকাপের প্রস্তুতিতে ভালোভাবে সাহায্য করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আগামী অক্টোবর - নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে পরবর্তী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গতবছর সংযুক্ত আরব আমিরশাহীতে চরম হতাশাজনক পারফরম্যান্স ছিলো বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের। প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও তারপরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রূপপর্ব থেকেই বিদায় নেয় ভারত।
পূর্ব ঘোষণা মতোই বিশ্বকাপের পর টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি। এরপর দক্ষিণ আফ্রিকা সফরের আগে একদিনের অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের পর ভারতের টেস্ট দলেরও অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি।
পূর্ণ সময়ের অধিনায়ক হন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপই হতে যাচ্ছে রোহিতের প্রথম বড় এসাইনমেন্ট। আরেকটা বিশ্বকাপ জয় ছাড়া সমর্থকরা আর কিছুতেই সন্তুষ্ট হবে না। তাই রোহিতের উপর পাহাড় প্রমান চাপ থাকবে তা বলাই বাহুল্য। তাই টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার ভারত সফর আলাদা গুরুত্ব পাচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে চার টেস্টের সিরিজ খেলতে ক্যাঙ্গারু বাহিনী আবার ভারত সফরে আসছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS