#কলকাতা: আরও একবার ইতিহাসের পাতায় নাম উঠতে চলেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সের ৷ ভারতে প্রথমবারের জন্য গোলাপি বলের দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে ৷ এ বিষয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷ এর ফলে আগামী ২২ নভেম্বর ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ কলকাতায় দিন-রাতের আয়োজনে আর কোনও বাধা থাকল না ৷
আরও পড়ুন- বুকির সঙ্গে যোগাযোগের তথ্য গোপন, দু’বছরের জন্য নির্বাসিত সাকিব
এর আগে ২০১৬ সালে সিএবি-র সুপার লিগ ফাইনাল মোহনবাগান ও ভবানীপুর ক্লাব ম্যাচ ইডেনে হয়েছিল নৈশালোকে। মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, ঋত্বিক চট্টোপাধ্যায়ের মতো বাংলার তারকারা ওই ম্যাচে খেলেছিলেন। এবার প্রথমবারের জন্য ভারতে কোনও আন্তর্জাতিক দিন-রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনেকদিনের প্রয়াস অবশেষে সফল ৷
ইডেনে ইতিহাস, স্বভাবতই খুশি সিএবি কর্তারা ৷ সচিব অভিষেক ডালমিয়া জানান, ‘‘ দিন-রাতের টেস্ট পাওয়ায় আমরা খুশি ৷ এর আগেও অনেক ইতিহাসের সাক্ষী থেকেছে ইডেন ৷ টেস্টের আগে প্রাক্তনীদের সংবর্ধনা দেওয়া হবে ৷ ম্যাচের ব্যবস্থায় কোনও খামতি রাখা হবে না ৷ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসব আমরা ৷ ’’