#লন্ডন: ওয়ান-ডে ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতে কোহলিদের থেকে এগিয়ে এবিডি-রা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে উল্টো ছবি। আইসিসি-র এই ইভেন্টে পরিষ্কার অ্যাডভান্টেজ পজিশনে ভারত। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনওদিন টিম ইন্ডিয়াকে হারাতে পারেননি প্রোটিয়ারা।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
---------------------------
ম্যাচ- ৮১
ভারত জয়ী- ২৮
দক্ষিণ আফ্রিকা জয়ী- ৪৫
পরিত্যক্ত- ৮
চ্যাম্পিয়ন্স ট্রফিতে
ম্যাচ -৩
ভারত জয়ী- ৩
দক্ষিণ আফ্রিকা-০
চ্যাম্পিয়ন্স ট্রফির খতিয়ান ------------------------- ২০০০ সালে নাইরোবিতে ভারত জয়ী ৯৫ রানে ২০০২ সালে কলম্বোতে ভারত জয়ী ১০ রানে ২০১৩ সালে কার্ডিফে ভারত জয়ী ২৬ রানে
জিতলে সেমিফাইনাল, হারলে ছুটি। আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটদের ডু-অর-ডাই। ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে জোড়া বদলের ভাবনা। ২ ম্যাচ পর উমেশকে বসিয়ে অশ্বিনকে ফেরানো হল প্রথম এগারোয় ৷ দক্ষিণ আফ্রিকাকে না হারালেই এবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছুটি হয়ে যাবে। তাই শনিবার ওভালের অনুশীলনে কোহলিদের চোখমুখ সিরিয়াসই দেখা গিয়েছে।