Home /News /sports /
Commonwealth Games: টেবিল টেনিসে সোনা এল ভারতের ঝুলিতে, কমনওয়েলথ গেমসে অপ্রতিরোধ্য ভারত

Commonwealth Games: টেবিল টেনিসে সোনা এল ভারতের ঝুলিতে, কমনওয়েলথ গেমসে অপ্রতিরোধ্য ভারত

ছবি - ট্যুইটার

ছবি - ট্যুইটার

Commonwealth Games: কমনওয়েলথ গেমসে পঞ্চম সোনা ভারতের।

 • Share this:

  #নয়াদিল্লি: ফের সোনা এল ভারতের ঝুলিতে। এ বার টেবিল টেনিসে সোনা জিতলেন ভারতের ছেলেরা। মঙ্গলবার সিঙ্গাপুরকে ৫-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতল ভারত। এই নিয়ে গেমসে মোট পাঁচটি সোনা এল ভারতের ঝুলিতে। প্রথমে ছেলেদের ডাবলসে জয় পেয়েছিল ভারত। ৩-০ ব্যবধানে জিতেছিলেন হরমিত দেশাই ও জি সাথিয়ান। পরের খেলায় অবশ্য হারের মুখে পড়তে হয়েছিল শরৎ কমলকে। তার পর ফের ভারতকে খেলায় ফেরান সাথিয়ান। তিনি সিঙ্গলস জেতেন ৩-১ ব্যবধানে। ফলে সোনা এল ভারতের ঝুলিতে।

  এ দিকে মঙ্গলবারই লন বলের দলগত ইভেন্টে সোনা পেল ভারত। এই জয় ঐতিহাসিক। ভারতের মেয়েদের দল ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করল ১৭-১০ ব্যবধানে। ভারতের এই সোনাজয়ী দলের সদস্য ছিলেন লাভলি চৌবে, রূপা রানি তিরকে, পিঙ্কি ও নয়নমণি সাইকিয়া। তাঁরাই প্রথম ভারতীয় যাঁরা এই খেলায় সোনা জিতল। খেলার সপ্তম প্রান্ত বদলের পর বা সেভেন এন্ড থ্রো-এর পর ভারত এগিয়ে ছিল ৮-২ পয়েন্টে। অষ্টম পর্যায়ে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আসে ৮-৪-এর ব্যবধানে। পরের বারে আরও এগিয়ে দক্ষিণ অফ্রিকা পৌঁছয় ৮-৬-এর ব্যবধানে। ১০ পর্যায়ের পর স্কোর সমান সমান হয়ে যায়। ১১ রাউন্ডে পিছিয়ে পড়ে ভারত। ১২ রাউন্ডে খেলায় ফেরে ভারতের মেয়েরা, স্কোর দাঁড়ায় ১০-১০। এর পর ১৫ এন্ড থ্রো-এর পর ভারতের ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৫-১০। শেষ পর্যন্ত ১৭-১০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারত।

  আরও পড়ুন - প্রসব যন্ত্রণায় কাতর প্রেগন্যান্ট মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি ডাক্তার-নার্সদের, মৃত সন্তান প্রসব

  এর আগে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেখানেও কঠিন লড়াইয়ে দল জয় পেয়েছিল। পদক নিশ্চিত হলেও সোনা জেতায় স্বভাবতই খুশি ভারতীয় ক্রীড়া মহল। খেলা শুরুর আগে ভারতের মেয়েরা সাংবাদিকদের বলেন, প্রায় ১০ বছর প্রতীক্ষার পর তাঁরা নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে স্বপ্ন সত্যি হল ভারতের। ।

  Published by:Uddalak B
  First published:

  Tags: Commonwealth Games 2022

  পরবর্তী খবর