#নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসে ফের একটি সোনা এল ভারতের ঝুলিতে। মঙ্গলবার লন বলের দলগত ইভেন্টে সোনা পেল ভারত। এই জয় ঐতিহাসিক। ভারতের মেয়েদের দল ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করল ১৭-১০ ব্যবধানে। ভারতের এই সোনাজয়ী দলের সদস্য ছিলেন লাভলি চৌবে, রূপা রানি তিরকে, পিঙ্কি ও নয়নমণি সাইকিয়া। তাঁরাই প্রথম ভারতীয় যাঁরা এই খেলায় সোনা জিতল। এর আগে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেখানেও কঠিন লড়াইয়ে দল জয় পেয়েছিল। পদক নিশ্চিত হলেও সোনা জেতায় স্বভাবতই খুশি ভারতীয় ক্রীড়া মহল।
আরও পড়ুন - প্রসব যন্ত্রণায় কাতর প্রেগন্যান্ট মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি ডাক্তার-নার্সদের, মৃত সন্তান প্রসব
খেলা শুরুর আগে ভারতের মেয়েরা সাংবাদিকদের বলেন, প্রায় ১০ বছর প্রতীক্ষার পর তাঁরা নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে স্বপ্ন সত্যি হল ভারতের। খেলার শুরু লন বলের খেলায় বিভিন্ন প্রান্ত থেকে বল ছোড়ার ভিত্তিতে খেলার রাউন্ড গণনা করা হয়। খেলার সপ্তম প্রান্ত বদলের পর বা সেভেন এন্ড থ্রো-এর পর ভারত এগিয়ে ছিল ৮-২ পয়েন্টে। অষ্টম পর্যায়ে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আসে ৮-৪-এর ব্যবধানে। পরের বারে আরও এগিয়ে দক্ষিণ অফ্রিকা পৌঁছয় ৮-৬-এর ব্যবধানে। ১০ পর্যায়ের পর স্কোর সমান সমান হয়ে যায়। ১১ রাউন্ডে পিছিয়ে পড়ে ভারত। ১২ রাউন্ডে খেলায় ফেরে ভারতের মেয়েরা, স্কোর দাঁড়ায় ১০-১০। এর পর ১৫ এন্ড থ্রো-এর পর ভারতের ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৫-১০। শেষ পর্যন্ত ১৭-১০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Commonwealth Games 2022