হোম /খবর /খেলা /
৩৬ রানে গুটিয়ে গেল ইনিংস! অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটের কালো দিন

৩৬ রানে গুটিয়ে গেল ইনিংস! অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটের কালো দিন

  • Last Updated :
  • Share this:

গঅস্ট্রেলিয়ার মাটিতে চূড়ান্ত লজ্জা উপহার দিল ভারতীয় ক্রিকেট দল৷ অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র রানে ৩৬ রানে ইনিংস শেষ হয়ে গেল ভারতের৷ ৩৬ রানেই ৯ উইকেট হারায় ভারত৷ মহম্মদ শামি ব্যাট করতে নেমে আহত অবসৃত হন৷ যার ফলে অল আউটের লজ্জা থেকে বাঁচে ভারত!টেস্ট ক্রিকেটে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর৷

এ দিন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারতীয় ব্যাটিং৷ কামিন্স- হ্যাজেলউডদের পেস, সুইংয়ে দিশেহারা লাগছিল বিরাট কোহলিদের৷ অথচ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯১ রানে অল আউট করার পর দ্বিতীয় দিনের শেষে সুবিধেজনক জায়গায় ছিল ভারতই৷

এ দিন ভারতের কোনও ব্যাটসম্যানই দু'  অঙ্কের রান পাননি৷ সর্বোচ্চ ৯ রান করেন ময়াঙ্ক আগরওয়াল৷ অস্ট্রেলিয়ার হয়ে জোস হ্যাজেলউড নেন ৫ উইকেট, প্যাট কামিন্স নেন ৪ উইকেট৷ অস্ট্রেলিয়ার দুই পেসারের বিরুদ্ধে পূজারা, রাহানেদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল শিক্ষানবিশ ক্রিকেটাররা ব্যাটিং করছেন৷

প্রথম ইনিংসে ৫৩ রানে এগিয়ে ছিল ভারত৷ ফলে জয়ের জন্য ৯০ রান প্রয়োজন অস্ট্রেলিয়ার৷ অথচ প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়াই একটা সময়ে কোণঠাসা হয়ে পড়েছিল৷ বিরাট কোহলিদের এমন ব্যাটিং দেখে সোশ্যাল মিডিয়ায় তুমুল ব্যঙ্গ, বিদ্রুপ শুরু করেছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Australia, India, Virat Kohli