হোম /খবর /খেলা /
নবাবের শহরে দুর্দান্ত কামব্যাক ভারতীয় বোলারদের, গুটিয়ে গেল নিউজিল্যান্ড

নবাবের শহরে দুর্দান্ত কামব্যাক ভারতীয় বোলারদের, গুটিয়ে গেল নিউজিল্যান্ড ব্যাটিং

নিজের ঘরের মাঠে অসাধারণ বল করলেন কুলদীপ যাদব

নিজের ঘরের মাঠে অসাধারণ বল করলেন কুলদীপ যাদব

India restricts New Zealand to a small total courtesy brilliant bowling from spinners. নবাবের শহরে দুর্দান্ত কামব্যাক ভারতীয় বোলারদের, গুটিয়ে গেল নিউজিল্যান্ড

  • Share this:
নিউজিল্যান্ড - ৯৮/৮

#লখনউ: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে হারের পর আজ সিরিজে টিকে থাকতে গেলে জিততেই হত ভারতকে। একানা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। তবে এদিন তাদের শুরুটা ভাল হয়নি। ফিন অ্যালেন (১১), কনওয়ে (১১) দুই ওপেনার ব্যর্থ হন। গ্লেন ফিলিপস (৫) বোল্ড হন হুদার বলে।

প্রথম দুটো উইকেট নেন চাহাল এবং ওয়াশিংটন। ডারেল মিচেল (৮) ফিরে গেলেন কুলদীপ যাদবের একটা স্বপ্নের বলে। অর্থাৎ এদিন নিউজিল্যান্ড ব্যাটিংয়ের মেরুদন্ডটাই ভেঙে দিলেন ভারতের স্পিনাররা। পিচ বেশ শ্লথ ছিল। বল থেমে থেমে আসছিল। শট খেলা এই ধরনের উইকেটে বেশ কঠিন। তাতে অবশ্য ভারতীয় স্পিনারদের কৃতিত্ব কমে যায়নি। অধিনায়ক হার্দিক বল হাতে খারাপ করেননি। তবে ভারতেরও এই পিচে রান তোলা সহজ হবে না বোঝা যাচ্ছে।

স্যান্টনার এবং মাইকেল ব্রেসওয়েল মিলে চেষ্টা করলেন রান বাড়িয়ে নেওয়ার। কিন্তু ভারতীয় বোলারদের টাইট লাইন লেন্থ তাদের কাজ কঠিন করে দিয়েছিল। হার্দিক ফিরিয়ে দিলেন ব্রেসওয়েলকে। বাউন্ডারি লাইনে চমৎকার ক্যাচ ধরলেন আরশদীপ। মজার ব্যাপার হল এদিন দলে থাকলেও আরশকে প্রথম বল করতে আনা হল ১৮ ওভারে। এসেই উইকেট নিলেন তিনি।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: 2nd T20, IND vs NZ