#ইনদওর: ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে রায়পুরেই সিরিজ জিতে গিয়েছিল। মঙ্গলবার ইনদওরের হলকার স্টেডিয়ামে ব্ল্যাক ক্যাপ্সদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে সিরিজ হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ছিল ইন্ডিয়ার। সেই লক্ষ্যে কেন যে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড, তার ব্যাখ্যা দিতে পারবেন একমাত্র তাদের অধিনায়ক টম লাথাম।
দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল দুজনেই সেঞ্চুরি করলেন। নিউজিল্যান্ড বোলারদের নিয়ে ছেলে খেলা করলেন। যেখানে ইচ্ছে সেখানে মারলেন। সিঙ্গল, ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখলেন। ২১২ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। টিকনার, ডাফি, ফার্গুসন, স্যান্টনার - আজ হোলকার স্টেডিয়ামে কিউই বোলাররা বুঝতেই পারেনি কোথায় বল করা উচিত।
ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি দীর্ঘদিন পর রোহিত শর্মার সেঞ্চুরি। হিটম্যান একেবারেই ছন্দে ছিলেন না এমন নয়, কিন্তু দীর্ঘদিন শত রান করতে পারছিলেন না। তাই আজকের ইনিংস ভারত অধিনায়কের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে মোটিভেশন হিসেবে কাজ করবে। অন্যদিকে গিল এখন ব্যাট ধরলেই সেঞ্চুরি করছেন। আজকেও করলেন। এই নিয়ে শেষ চার ইনিংসে তিনটি শতরান হয়ে গেল তার।
বলা যায় নভেম্বরে দেশের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপে ওপেনার হিসেবে জায়গা পাকা করে ফেলেছেন তিনি। ভারতের দুজন ওপেনার ফিরে যাওয়ার পর বিরাট কোহলি (৩৬) রান বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ঈশান (১৭), সূর্য কুমার (১৪), ওয়াশিংটন সুন্দর (৯) মিডল অর্ডারে অবশ্য খুব একটা বড় ইনিংস কেউ খেলতে পারলেন না। নিউজিল্যান্ডকে তারিফ করতে হবে যেভাবে দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়ার পর তারা লড়াইয়ে ফিরে এল।
না হলে ভারতের ৪০০ রান তোলা আটকানো যেত না। শেষ পর্যন্ত অবশ্য হার্দিক পান্ডিয়া কিছুটা চেষ্টা করলেন। তাকে যোগ্য সহায়তা করলেন সার্দুল ঠাকুর (২৫)। হার্দিক আউট হলেন ৫৪ করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hardik Pandya, IND vs NZ