#নয়াদিল্লি : ভারত -পাকিস্তান সম্পর্ক পুলওয়ামা আক্রমণের পর একেবারে তিক্ত হয়ে গেছে ৷ একের পর এক ঘটনাক্রম এগিয়ে চলেছে যাতে তিক্ততার পরিমাণ আরও চরমে চলে গেছে ৷ ভারতীয় নাগরিকরা যেরকম নিজের দেশের সমর্থনে গলা ফাটাচ্ছেন ঠিক তেমনিই পাক নাগরিকরাও সোচ্চার ৷
এর মধ্যে সকলের নজরে রয়েছেন ইন্দো-পাক দম্পতি সানিয়া মির্জা ও শোয়েব মালিক ৷ দু‘জন কীভাবছেন তার দিকে নজর সকলের ৷ পুলওয়ামা আক্রমণের পরেই সানিয়া নক্কারজনক ওই ঘটনার নিন্দা করে পোস্ট করেছিলেন ৷ অভিনন্দনের ফেরা নিয়েও উচ্ছ্বসিত পোস্ট ছিল ভারতীয় টেনিস সুন্দরীর ৷
আবার শোয়েব মালিকের পাকিস্তান জিন্দাবাদ ভাইরাল টুইট হয়েছে ৷ বিভিন্ন পাকিস্তানি নাগরিক সেটা নিজেদের প্রোফাইলে রি টুইট করছেন ৷ সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোরালো ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India Vs pakistan, Sania Mirza, ভারত বনাম পাকিস্তান, সানিয়া মির্জা