#নয়া দিল্লি: সিডনিতে রয়েছেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। সেখানেই উড়ে এল জীবনের চরম খারাপ খবর। বাবাকে হারিয়েছেন তিনি। শুক্রবার সিডনিতেই কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকেই দুঃসংবাদ শুনলেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে কোয়ারেন্টাইনে রয়েছে টিম ইন্ডিয়া। করোনার মাঝে কোয়ারেন্টাইনের নিয়মে বাবার শেষকৃত্যে যোগ দিতে পারবেন না সিরাজ। আসতে পারবেন না ভারতে।
View this post on Instagram
দীর্ঘদিন ধরেই সিরাজের বাবা মহম্মদ ঘাউস অসুস্থ ছিলেন। হায়দরাবাদের এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই মৃত্যু হয় সিরাজের বাবার। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।এই খবরে ভেঙে পড়লেও বাবার স্বপ্নকে বাস্তবায়িত করতে চান সিরাজ। তিনি জানান, "বাবার ইচ্ছা ছিল যে ছেলে দেশকে গর্বিত করবে, আমি তা করার চেষ্টা করব। বাবার মৃত্যুর খবর আমার কাছে বড় ধাক্কা। আমার সবচেয়ে বড় সাপোর্ট হারালাম। দেশের হয়ে আমি খেলছি এই স্বপ্ন দেখতেন বাবা।" তিনি আরও জানিয়েছেন ছোট থেকেই কষ্ট করে তাঁকে বড় করেছেন বাবা। সিরাজ খেলা ভালোবাসতেন বলে নিজের সবটুকু দিয়ে সাহায্য করেছেন ছেলেকে। বাবার স্বপ্ন কিছুটা সত্যি করতে পেরেছেন তিনি। তবে শেষ সময়ে বাবার কাছে না থাকতে পারার যন্ত্রণা ঘিরে ধরেছে তাঁকে। তিনি জানিয়েছেন বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী মানসিকভাবে সব সময় তাঁর পাশে রয়েছেন। গোটা টিম এই খারাপ সময়ে সিরাজের পাশে দাঁড়িয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India, Mohammed Siraj