#ইন্দৌর: হোলকার স্টেডিয়ামের ২২ গজ ব্যাটসম্যানদের স্বর্গ হলেও তৃতীয় দিনে এখানে বিশেষ সুবিধা করতে পারলেন না নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা ৷ ভারতের ৫৫৭ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে চা বিরতি পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছে কিউই ব্যাটসম্যানরা ৷ স্কোরবোর্ডে উঠেছে মাত্র ২২১ রান ৷ কানপুর, কলকাতার মতো ইন্দৌরেও বল হাতে দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে ৷ ইতিমধ্যেই তাঁর ঝুলিতে চার উইকেট ৷ আরও একটি উইকেট নিয়েছেন জাদেজা ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।