#অ্যাডিলেড: অ্যাডিলেডে টেস্টের তৃতীয় দিনে এ কী ঘটল ! ভারতের দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ৩৬ রানেই ৷ ব্যাট করার সময়ে হাতে চোট পাওয়ায় আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি মহম্মদ শামি ৷ ৯ উইকেটে ৩৬ রানেই ভারতের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করতে হয় কোহলিকে ৷ অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে একরাশ লজ্জাই সঙ্গী কোহলি ব্রিগেডের ৷ টেস্টের ইতিহাসে সর্বনিম্ন স্কোর এটি ভারতের ৷
Mohammad Shami walks off after a blow to his wrist!
And India's innings ends on 36 😱 A terrific first session for Australia as they take 8️⃣ wickets for 3️⃣0️⃣ runs! Can the hosts chase down the target of 90? #AUSvIND 👉 https://t.co/Q10dx0r4nX pic.twitter.com/X1XUaxsREl — ICC (@ICC) December 19, 2020
এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অল আউট হওয়াই ছিল টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ৷ কামিন্স, হ্যাজলউডের আগুনে বোলিংয়ে ছারখার টিম ইন্ডিয়া ৷ দলের একজন ক্রিকেটারও দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের রান পাননি ৷ ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১ - এটাই ভারতীয় ব্যাটসম্যানদের প্রত্যেকের রান ৷ সর্বোচ্চ রান ময়াঙ্ক আগরওয়াল (৯)-এর ৷
গতকাল, শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের রান ছিল, ৬ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৯ রান ৷ এদিন ওই রানের সঙ্গে আর মাত্র ২৭ রানই যোগ করতে পারে ভারত ৷ একসময়ে মাত্র ১৯ রানেই ৬ উইকেট পড়ে যায় ভারতের ৷ প্যাট কামিন্স ২১ রান দিয়ে ৪ উইকেট নেন ৷ হ্যাজলউড আরও নির্মম ৷ মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে একাই ভারতীয় ব্যাটিংকে ধ্বংস করেন তিনি ৷ অধিনায়ক কোহলি (৪)-কে প্যাভিলিয়ানে ফেরান কামিন্স ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia