#রিও: প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ড্র করেছে টিম ইন্ডিয়া। তারপরই ‘চক দে’ সিনেমার মতো মহিলা হকি টিমের জন্য পদকের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত ৷ কিন্তু, দ্বিতীয় ম্যাচেই আটকে গেল ভারতের মহিলা হকি দল। জার্মানির কাছে ২-১ গোলে পুরুষদের হারের পর একই ভবিতব্য মহিলাদেরও ৷ গ্রেট ব্রিটেনের কাছে ৩-০ গোলে হার ভারতের।
এই দিন খেলার মোট ৭০ মিনিটের মধ্যে ব্রিটেনের সামনে রুখে দাঁড়াতেই পারেনি সুশীলা চানুর দল ৷ খেলার শুরুর ২৫ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে দলকে প্রথম গোল এনে দেন ব্রিটেনের জিসেল অ্যান্সলে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোল করেন নিকোলা হোয়াইট। তখন নিজেদের প্রতিরক্ষণ শক্তির উপর ভর করে আটকানোর চেষ্টা করলেও, ৩৩ মিনিটের মাথায় ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন অ্যালেকজান্ডার ডানসন। জবাবে কোনও গোলই দিতে পারেনি ভারতের প্রমীলা বাহিনী ৷
তবে এখনই মহিলা হকি ব্রিগেডের জন্য সব স্বপ্ন শেষ হয়নি ৷ দীর্ঘ ৩৬ বছর পর অলিম্পিকে খেলা মহিলা হকি টিমের সামনে কিছু আশা রয়েছে ৷ এদিনের ম্যাচের শেষে পুল বি বিভাগে এক পয়েন্ট নিয়ে চার নম্বরে ভারতীয় মহিলা হকি দল। দুই ম্যাচ জিতে ছয় পয়েন্টে প্রথম স্থানে গ্রেট ব্রিটেন।
ম্যাচ শেষের পর ভারতীয় দলের অধিনায়ক সুশীলা চানু নিজের প্রতিক্রিয়ায় জানান, ‘এই হার থেকে আমরা শিক্ষা নেব এবং আগামী দিনে আরও শক্তিশালী হয়ে খেলব ৷’ সুশীলা চানুর আশা, আঙ্কের হিসেবে এখনও হকির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারে ভারত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India Chance in Rio Olympics, India in Rio Olympic 2016, Indian Hockey Team, Rio, Rio Olympics, Rio Olympics 2016, Woman Hockey Team, রিও, রিও অলিম্পিক, রিও অলিম্পিক ২০১৬