corona virus btn
corona virus btn
Loading

সিরিজে টানা তিনবার টস জয় ভারতের, প্রাথমিক বিপর্যয় কাটিয়ে রোহিত-রাহানে দুরন্ত ইনিংসের পথে

সিরিজে টানা তিনবার টস জয় ভারতের, প্রাথমিক বিপর্যয় কাটিয়ে রোহিত-রাহানে দুরন্ত ইনিংসের পথে
৮৬ বলে অর্ধশতরান রোহিতের ৷ ছবি সৌজন্যে বিসিসিআই ট্যুইটার ৷

এশিয়ার মাটিতে টানা ৯টি টেস্ট হেরেছেন ডুপ্লেসি

  • Share this:

#রাঁচি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট ম্যাচ রাঁচিতে চলছে ৷ তৃতীয় টেস্টেও টসে হার দক্ষিণ আফ্রিকা ৷ ইতিমধ্যেই এই সিরিজে এগিয়ে ভারত ২-০ এর ব্যবধানে ৷ এই নিয়ে এশিয়ায় টানা ৯ টেস্টে হার ডুপ্লেসির ৷ এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ৷ এই মুহূর্তে ৩৫ ওভার শেষ হয়েছে ভারত ৩ উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছে ১২৮ রান ৷

শুরুতেই বিপর্যয় দেখা দিয়েছিল ভারতীয় ইনিংসে একে একে মায়াঙ্ক, পূজারা ও অধিনায় বিরাট ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে ৷ দক্ষিণ অফ্রিকা যখন শক্ত হাতে ম্যাচের রাশ ধরতে গিয়েছে ঠিক তখনই লড়াইয়ে পিরে ফিরে এসেছে ভারত, দুরন্ত লড়াই রোহিত-রাহানের ৷ রোহিত ৬৮ বলে অর্ধশতরান করেছেন ৷ রাহানেও অর্ধশতরানের খুব কাছাকাছি ৷ এই মুহূর্তে ৫৫ বলে ৪৩ রান করে খেলছেন রাহানে ৷

এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাডা ২টি ও নরটে ১টি করে উইকেট নিয়েছেন ৷ মধ্যাহ্নভোজের পরে ধীরে ধীরে বড় রানের দিকে এগোচ্ছে বিরাটবাহিনী ৷ হাতে এখনও প্রচুর সময় আছে বড় রানের, দক্ষিণ আফ্রিকার উপরে ধীরে ধীরে চাপ বাড়ানোই প্রধান লক্ষ্য বিরাটদের ৷
First published: October 19, 2019, 3:30 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर