• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • সম্মানের জয়ের লক্ষ্যে ঝাঁপাবে টিম ইন্ডিয়া, নজিরের সামনে বিরাট

সম্মানের জয়ের লক্ষ্যে ঝাঁপাবে টিম ইন্ডিয়া, নজিরের সামনে বিরাট

Photo : AFP

Photo : AFP

বিদেশের মাটিতে ভুল শুধরে শেষ টেস্টে ঝাঁপাতে চায় ভারত ৷

 • Share this:

  #লন্ডন: সিরিজ ইতিমধ্যেই ৩-১ পকেটে ঢুকিয়ে নিয়েছে ইংল্যান্ড ৷ এই অবস্থায় শুক্রবার থেকে শুরু হচ্ছে পঞ্চম টেস্ট ৷ এই টেস্টে তাই ভারত ম্যাচ জিতে সম্মান রক্ষা করতে বদ্ধপরিকর ৷

  নানাদিকে সমালোচনার বাউন্সার সামলাতে হচ্ছে টিম ইন্ডিয়াকে ৷ রবি শাস্ত্রী দাবি করেছেন গত ১৫ বছরে বিদেশের মাটিতে  এখন সেরা খেলছে ভারত , কিন্তু এই টেস্টেও হারতে হলে পরিস্থিতি আর এই কথার যুক্তিতে মানবে না ৷

  ভারতীয় টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে ধারাবাহিকতার অভাব এই সিরিজে সবচেয়ে বড় সমস্যা হয়েছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র, রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে টেস্ট সিরিজ জয়ের নজির আছে ৷ এই অবস্থায় বিরাট জমানায় সিরিজ হেরে ফিরলে ভালো লাগবে না কারোরই ৷

  এই টেস্টে অবশ্য দলে কিছু পরীক্ষানিরীক্ষার পথে হাঁটতে পারে টিম ইন্ডিয়া ৷এমনটাই ইঙ্গিত মিলেছে থিঙ্কট্যাঙ্কের পক্ষ থেকে ৷

  আরও পড়ুন - ডার্বি ড্রয়ে-র পর কলকাতা লিগে পিয়ারলেসের কাছে হার ইস্টবেঙ্গলের, উঠছে একাধিক প্রশ্ন

  এদিকে একাধিক নজির গড়ে চলা বিরাটের সামনে ফের এক নজির গড়ার হাতছানি ৷ ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের মালিক গ্রাহাম গুঁচ ৷ তিনি ১৯৯০ সালে ভারতের বিরুদ্ধে করেছিলেন ৭৫২ রান ৷ বিরাট তার থেকে এখন ২০৯ রান পিছিয়ে ৷ তিনি যদি এই রেকর্ড ভাঙতে পারেন তাহলে বড় নজির গড়বেন ভারত অধিনায়ক ৷

  First published: