• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • INDIA ENGLAND FIFTH TEST AT MANCHESTER NOT STARTING FROM FRIDAY DMG

Manchester Test Cancelled: করোনা আতঙ্কে ম্যানচেস্টারে ভারত- ইংল্যান্ড পঞ্চম টেস্ট বাতিল

শুক্রবার শুরু হচ্ছে না ম্যানচেস্টার টেস্ট৷

সংবাদসংস্থা এএনআই-এর দাবি, এখনও বেশ কয়েকজনের কোভিড পরীক্ষার ফল আসা বাকি৷ সেই ফলাফল আসার পরই টেস্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে (Manchester Test Cancelled)৷

 • Share this:

  #ম্যানচেস্টার: বাতিল হয়ে গেল ম্যানচেস্টার টেস্ট৷ ভারতীয় শিবিরে করোনা হানার জেরে প্রথমে শুক্রবার প্রথম দিনের খেলা বাতিল করা হয়৷ তার পর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে ম্যাচ বাতিলের ঘোষণা করা হয়৷ ইংল্যান্ড বোর্ডের তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণের কারণে ভারতের পক্ষে দল নামানোই কঠিন৷ সেই কারণ এবং খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবেই ম্যাচ বাতিল করা হল৷ এই মুহূর্তে ২-১ ফলে সিরিজে এগিয়ে রয়েছে ভারত৷

  বৃহস্পতিবার করোনা ধরা পড়ে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমারের৷ যদিও অধিনায়ক বিরাট কোহলি সহ দলের সব ক্রিকেটারেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে৷ কিন্তু টেস্টের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়৷ বিষয়টি নিয়ে বিসিসিআই এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মধ্যে দীর্ঘ আলোচনার হয়৷ সংবাদসংস্থা এএনআই-এর দাবি, এখনও বেশ কয়েকজনের কোভিড পরীক্ষার ফল আসা বাকি৷

  আরও পড়ুন: ধোনিকে নিয়ে সৌরভের বড় বয়ান! তোলপাড় সোশ্যাল মিডিয়া

  ওভালে চতুর্থ টেস্ট চলাকালীনই করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর৷ এই মুূহূর্তে তাঁরা নিভৃতবাসে রয়েছেন৷ ভারতীয় দলের ফিজিও নীতিন প্যাটেলকেও নিভৃতবাসে পাঠানো হয়েছে৷ তা সত্ত্বেও নির্বিঘ্নেই শেষ হয় চতুর্থ টেস্ট৷ কারণ ভারতীয় দলের সঙ্গে যুক্ত বাকি সব সদস্যেরই করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল৷ এই মুহূর্তে সিরিজে ২-১ ফলে এগিয়ে রয়েছে ভারত৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারত ইংল্যান্ড সিরিজে ধারভাষ্যের দায়িত্ব থাকা দীনেশ কার্তিক ট্যুইট করে ম্যাচের ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করেছেন৷

  ইংল্যান্ড শিবিরে অবশ্য করোনা নিয়ে কোনও উদ্বেগ ছিল না৷ দলের গুরুত্বপূর্ণ সদস্য উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার বলেন, 'আমরা এসব নিয়ে না ভাবছি না৷ আমরা শুধু খেলায় মনসংযোগ করতে চাই৷ আশা করছি, শেষ পর্যন্ত ম্যাচ শুরু হবে৷ আমাদের শিবিরে সবাই সুস্থ আছেন এবং মাঠে নামার জন্য আমরা মুখিয়ে রয়েছি৷' যদিও শেষ পর্যন্ত খেলাই বাতিল ঘোষণা হল৷

  Published by:Debamoy Ghosh
  First published: