#পোর্ট অফ স্পেন: টেস্ট ক্রিকেটের সিংহাসনে বসেই বৃহস্পতিবার ত্রিনিদাদে চতুর্থ টেস্ট খেলতে নামছে ভারত। লারার পাড়ায় সিরিজের শেষ টেস্টে বিরাটদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে। কারণ, ড্র বা হার ফের ছিটকে দেবে এক নম্বরের সিংহাসন থেকে।
অঙ্ক ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা চারটি টেস্ট জিতলে ফের নিজেদের হারানো মসনদ ফিরে পাবেন বিরাট কোহলি। কিন্তু সব পাশা উলটে দিল শ্রীলঙ্কা। বুধবার ঘরের মাঠে তারা অস্ট্রেলিয়াকে দুরমুশ করল ৷ হারাল ১৬৩ রানে। যার জেরে ত্রিনিদাদ টেস্টে মাঠে নামার আগেই এক নম্বরে ভারত।
১১২ পয়েন্ট পকেটে নিয়েই বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। ব্রায়ান লারার ঘরের মাঠেও অঙ্ক কষতে হবে কোহলিদের। কারণ ক্রমতালিকায় ১১১ একশো নম্বর নিয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান ৷ মিসবারা রয়েছেন দ্বিতীয় স্থানে। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ড্র করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারতের সামনে একটাই টার্গেট। সেটা হল চতুর্থ টেস্ট জয়। যেটা চাইছেন খোদ অনিল কুম্বলেও। তাঁর টার্গেট সিরিজ ৩-০ করা। তাই নতুন করে পেস ব্যাটারিকে চাঙ্গা করা হচ্ছে। ভুল শুধরোতে পরামর্শ দেওয়া হচ্ছে ব্যাটসম্যানদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Rankings, India, No 1, Ranking, Virat Kohli