হোম /খবর /খেলা /
নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে টিকে রইল ভারত, ১০০ তুলতেও কাঁপুনি ধরল ব্যাটিংয়ে

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে টিকে রইল ভারত, ১০০ তুলতেও কাঁপুনি ধরল ব্যাটিংয়ে

জিতলেও কঠিন পরীক্ষার মুখে পড়ল ভারতীয় ব্যাটিং

জিতলেও কঠিন পরীক্ষার মুখে পড়ল ভারতীয় ব্যাটিং

India beat New Zealand to restore level in T20 series at Lucknow. নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে টিকে রইল ভারত, ১০০ তুলতেও কাঁপুনি ধরল ব্যাটিংয়ে

  • Share this:

#লখনউ: স্কোরবোর্ডে দেখতে মনে হচ্ছিল যখন ১০০ রান তুলতে পারেনি নিউজিল্যান্ড, তখন হেসে খেলে এই রান তুলে দেবে ভারত। কিন্তু সেটা যে অত্যন্ত সহজে হবে না সেটা জানা ছিল। কারণ বল পড়ে অত্যন্ত ধীর গতিতে আসছিল। এই ধরনের উইকেটে শট খেলতে সমস্যা হয়। শুভমন গিল (১১), ঈশান (১৯) ফিরে গেলেন। রাহুল ত্রিপাঠীর সংগ্রহ ১৩।

ব্রেসওয়েল এবং সধি একটি করে উইকেট নিলেন। ঈশান রান আউট হলেন। এরপর অবশ্য সূর্য কুমার এবং ওয়াশিংটন মিলে খেলাটা ধরার চেষ্টা করলেন। সিঙ্গল, ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখলেন। ছোট টার্গেটে এর বাইরের কিছু করার প্রয়োজন ছিল না। এরপর অবশ্য ওয়াশিংটন রান আউট হয়ে গেলেন। এলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে হারের পর আজ সিরিজে টিকে থাকতে গেলে জিততেই হত ভারতকে। একানা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। তবে এদিন তাদের শুরুটা ভাল হয়নি। ফিন অ্যালেন (১১), কনওয়ে (১১) দুই ওপেনার ব্যর্থ হন। গ্লেন ফিলিপস (৫) বোল্ড হন হুদার বলে।

প্রথম দুটো উইকেট নেন চাহাল এবং ওয়াশিংটন। ডারেল মিচেল (৮) ফিরে গেলেন কুলদীপ যাদবের একটা স্বপ্নের বলে। অর্থাৎ এদিন নিউজিল্যান্ড ব্যাটিংয়ের মেরুদন্ডটাই ভেঙে দিলেন ভারতের স্পিনাররা। পিচ বেশ শ্লথ ছিল। বল থেমে থেমে আসছিল। শট খেলা এই ধরনের উইকেটে বেশ কঠিন। তাতে অবশ্য ভারতীয় স্পিনারদের কৃতিত্ব কমে যায়নি। অধিনায়ক হার্দিক বল হাতে খারাপ করেননি।

বিনা কারণে চাপ নিয়ে ফেলেছিল ভারতীয় ব্যাটিং। মাত্র এই কটা রান তুলতে গিয়ে কাঁপুনি ধরে গিয়েছিল। বল এবং রান সমান সমান হয়ে গিয়েছিল একটা সময়। শেষ পর্যন্ত অবশ্য হার্দিক এবং সূর্য কুমার মিলে কাজের কাজ করে দিলেন। খেলা শেষ হওয়ার এক বল আগে সূর্য কুমার বাউন্ডারি মেরে জয় এনে দিলেন।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: 2nd T20, IND vs NZ