Home /News /sports /
India vs England: টসে জিতে ব্যাটিং ইংল্যান্ডের, স্পিন অস্ত্রেই ব্রিটিশ বধের ছক কোহলিদের

India vs England: টসে জিতে ব্যাটিং ইংল্যান্ডের, স্পিন অস্ত্রেই ব্রিটিশ বধের ছক কোহলিদের

তিন স্পিনার নিয়ে চেন্নাই টেস্টে নামলেন বিরাট কোহলিরা৷

তিন স্পিনার নিয়ে চেন্নাই টেস্টে নামলেন বিরাট কোহলিরা৷

 • Share this:

  #চেন্নাই: ভারতের মাটিতে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট৷ দর্শকবিহীন মাঠেই চেন্নাইতে শুরু হল ভারত- ইংল্যান্ড প্রথম টেস্ট৷ চেন্নাইয়ে প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড৷ অস্ট্রেলিয়ার মাটিতে অসাধারণ সিরিজ জয়ের পর দেশের মাটিতে ইংল্যান্ড বধে অবশ্য সেই স্পিনকেই অস্ত্র করছে ভারত৷ প্রথম একাদশে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিন সহ তিন স্পিনারকে৷

  ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের চার টেস্টের সিরিজ শুরু হল আজ থেকে৷ ভারতীয় দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি৷ এ ছাড়া দলে এসেছেন বাঁ হাতি স্পিনার শাহবাজ নাদিম৷ তাছাড়াও দলে রাখা হয়েছে অস্ট্রেলিয়া বিরুদ্ধে সিরিজ জয়ের অন্যতম নায়ক ওয়াশিংটন সুন্দরকেও৷ স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা দিতে পারবেন সুন্দর৷ দুই পেসার হিসেবে দলে রয়েছেন ইশান্ত শর্মা এবং যশপ্রীত বুমরা৷

  স্পিন সহায়ক উইকেটে স্বভাবতই চতুর্থ ইনিংসে ব্যাট করার ইচ্ছে ছিল না ইংল্যান্ডের৷ ফলে টসে জিতে কোনও ঝঁুকি না নিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট৷ প্রথম ইনিংসে বড় রান তুলে ভারতকে চাপে ফেলাই লক্ষ্য তাদের৷ দলে জোড়া স্পিনার রেখেছে ইংল্যান্ডও৷ ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছেন দুই ইংরেজ ওপেনার ডম সিবলি এবং ররি বার্নস৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: India vs england, Virat Kohli

  পরবর্তী খবর