corona virus btn
corona virus btn
Loading

CWC 2019: ‘বিশ্ব ক্রিকেটে এত ব্যালেন্সড দল কখনও দেখিনি...’ টিম ইন্ডিয়ার প্রশংসায় লয়েড

CWC 2019: ‘বিশ্ব ক্রিকেটে এত ব্যালেন্সড দল কখনও দেখিনি...’ টিম ইন্ডিয়ার প্রশংসায় লয়েড
  • Share this:

#বার্মিংহ্যাম: এই বিশ্বকাপ ভারতের। বাজি ধরছেন দু’বারের বিশ্বজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড। প্রাক্তন অধিনায়কের মতে, এত ভাল ভারতীয় দল আগে তিনি দেখেননি।

কাপ জয়ের নতুন স্বপ্ন নিয়ে এবার বিলেতে এসেছে ভারত। ঘরের মাঠে শেষ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হারলেও, ইংল্যান্ডের মাটিতে নতুন করেই ঘুরে দাঁড়িয়েছেন কোহলিরা। আর তাতেই মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েড। তাঁর মতে, ‘‘ আমার দেখা বিশ্বকাপের সেরা দল। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত দুরন্ত বিরাটের দল। আমার বাজি কাপ যাবে ভারতেই।’’

তাঁর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ছত্রিশ বছর আগের স্মৃতি উসকে দিলেন ক্যারিবিয়ানদের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, ‘‘ বিশ্ব ক্রিকেট এত ব্যালান্স দল এর আগে আমি কখনও দেখিনি। আমি অস্ট্রেলিয়াকে সম্মান করেই বলছি। সব দলই চাইছে ভারতকে হারাতে। কিন্তু কোহলির টিম সবার থেকে এগিয়ে।’’

তাঁর দেশ এবারও ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে। তাতে কী ? শুধু বিরাটের জন্য মাঠে আসবেন তিনি। বলছেন ক্লাইভ লয়েড।

First published: June 30, 2019, 5:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर