#নয়াদিল্লি: ভারতের চেন্নাইতে আয়োজিত ৪৪ তম দাবা অলিম্পিয়াড৷ বৃহস্পতিবার ভারতকে দাবা অলিম্পিয়াডে রাজনীতিকরণের অভিযোগ দিয়ে নাম তুলে নিল পাকিস্তান৷ হঠাৎ করে পাকিস্তানের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে ভারতীয় বিদেশমন্ত্রক৷ পাকিস্তান দল ভারতে পৌঁছনোর পর হঠাৎ করে কী করে এই সিদ্ধান্ত নিল তা নিয়ে ভারত প্রশ্ন তুলেছে৷
মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স জানিয়েছে জম্মু -কাশ্মীর এবং লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল, এবং তা ভারতের অবিচ্ছিন্ন অংশ, এটা রয়েছে আর থাকবে৷
বিদেশমন্ত্রক আরও জানিয়েছে এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ যে পাকিস্তান এভাবে বয়ান দিয়ে নিজেদের দল তুলে নিয়েছে৷ একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে আয়োজক দেশে পৌঁছেও তারা নাম তুলে নিয়েছে৷ ভারতীয় মন্ত্রক জানিয়েছে পাকিস্তান একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের রাজনীতিকরণ করছে৷
আরও পড়ুন - Saturn Transit: ৩ রাশির জন্মপত্রিকায় বড় শুভ যোগ, শনিদেবের মহাপুরুষ রাজযোগে হবেন মালামালএদিকে এর আগে এই অলিম্পিয়াডের মশাল জম্মু-কাশ্মীর দিয়ে যাওয়ার কারণে দাবার সবচেয়ে বড় এই টুর্নামেন্ট থেকে হঠাৎ করেই নাম তুলে নিল পাকিস্তান৷ পাকিস্তানের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি জারি করে জানানো হয়েছে জম্মু-কাশ্মীর দিয়ে মশাল নিয়ে গিয়ে ভারত দাবা অলিম্পিয়াডে রাজনীতিকরণ করছে৷ ইসলামাবাদ থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীর দিয়ে এই মশাল নিয়ে যাওয়া ইচ্ছাকৃত৷ তারা ভারতকে উপত্যকার রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে বলেছে৷
আরও পড়ুন - Neeraj Chopra:অবিকল এক গায়ের রঙ, একই ঢঙে ধরে আছেন জ্যাভলিন, ‘নীরজ চোপড়া’ কে দেখতে হাজির দর্শকবিবৃতিতে বলা হয়েছে , ‘‘ পাকিস্তান ভারতের দুষ্টুমিপূর্ণ কাজ যা খেলাকে রাজনীতির সঙ্গে যুক্ত করে তার নিন্দা করছে৷ প্রতিবাদ হিসেবে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে ৪৪ তম দাবা অলিম্পিয়াডে অংশ নেবে না৷ এটা সর্বোচ্চ স্তরে ইন্টারন্যাশানাল চেস ফেডারেশনে জানানো হবে৷ ’’ এই বিবৃতি দিয়েছে বিদেশমন্ত্রক৷ কাশ্মীর দিয়ে এই মশাল ২১ জুন গেছে৷
বৃহস্পতিবার এই দাবা অলিম্পিয়াডের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন করবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chess, IND vs PAK, Kashmir