#বার্মিংহ্যাম: রবিবার বিকেল ৩ টা তে হওয়ার কথা ছিল ভারত বনাম পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচ৷ কিন্তু শুরুতেই ভিলেন বৃষ্টি ৷ প্রথম থেকেই আকাশ মেঘলা ছিল, তারপর মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে শুরু হয়ে যায় বৃষ্টি৷ ফলে নির্ধারিত সময়ে টস করা যায়নি৷ তবে একবার বৃষ্টি থামলেও ফের বৃষ্টি শুরু হওয়ায় একেবারেই মন ভাল নেই ভারতীয় মহিলা ক্রিকেট ব্রিগেডের৷ এদিকে দ্বিতীয়বার বৃষ্টি থামার পরে টস হয় যাতে পাকিস্তান টসে জিতেছে ও প্রথমে বোলিং করবে ভারত৷
ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে এজবাস্টনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।বৃষ্টির কারণে বার্মিংহানের এজবাস্টন মাঠের পিচ ঢেকে গেছে। এমন পরিস্থিতিতে টস হতে দেরি হয়েছে৷
A light drizzle at Edgbaston and the covers are on. Let's hope the weather brightens up quickly. 🤞 #TeamIndia #INDvPAK #B2022 pic.twitter.com/IPkH2RHPft
— BCCI Women (@BCCIWomen) July 31, 2022
On the edge of the seat.... But for the drizzle to stop and covers to come off. 😁☔ #TeamIndia #INDvPAK #B2022 pic.twitter.com/9LABQvrsX0
— BCCI Women (@BCCIWomen) July 31, 2022
হরমনপ্রীত কউরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২০২২-এর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বাইশ গজে লড়াই করছে। বার্মিংহ্যামের এজবাস্টনে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি খেলা হচ্ছে। দুই দলই প্রথম ম্যাচে হারের মুখে পড়েছে৷
আরও পড়ুন - Dimpi Ganguly: বাড়িতেই সন্তানের জন্ম দিলেন, ওয়াটার বার্থে এল ছেলে, রইল অভিনেত্রীর শেয়ার করা ভিডিওটিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরেছে আর পাকিস্তান বার্বাডোসের কাছে হেরেছে। এজবাস্টনে প্রথমবারের বৃষ্টি থেমে যাওয়ার পরেই পিচ থেকে কভারগুলি সরানো হয়েছিল। কিন্তু ফের বৃষ্টি শুরু হওয়ায় তা ফের ঢেকে গেছেষ ভারতীয় সময় বিকেল ৩টায় টস হওয়ার কথা ছিল।
ভারতীয় মহিলা দল বনাম পাকিস্তান মহিলা দলের রেকর্ডের কথা বললে, টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মোট ১২ বার মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে ভারত ১১টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছে, যেখানে পাকিস্তান মাত্র দুটি ম্যাচে জিততে পেরেছে৷ এদিনের ম্যাচে জিতে পরের রাউন্ডে যেতে চায় হরমনপ্রীতের টিম ইন্ডিয়া। ভারতের বিপক্ষে পাকিস্তানের শেষবার ম্যাচ জিতেছিল ২০১৬ তে৷ এই ম্যাচে এরপর দু রানে জিতেছিল তারা। ২০১২ তে পাকিস্তান ভারতকে এক রানে হারিয়েছিল। এই দুই দলের মধ্যে শেষ ম্যাচ ছিল ২০১৮ তে, সেই ম্যাচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জিতেছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।