#মোহালি: বিরাট কোহলি (Virat Kohli) ৪ মার্চ অর্থাৎ আজ নিজের কেরিয়ারের ১০০ তম টেস্ট ম্যাচ (Virat Kohli 100th test) খেলছেন৷ ১০০ বা তার চেয়ে বেশি টেস্ট খেলিয়ে তিনি ১২ তম ভারতীয় ক্রিকেটার হতে চলেছেন৷ ২০১১ সালে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে খেলা দিয়ে প্রথমবার ভারতীয় দলের টেস্ট ক্যাপ পেয়েছিলেন বিরাট কোহলি৷ তিমি ৫০ গড়ে ৭৯৬২ রান করেছেন তাঁর ৯৯ টি টেস্ট থেকে৷ ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট (IND vs SL) মোহালিতে খেলে নিজের শততম টেস্ট (Virat Kohli 100th test) খেলবেন কোহলি৷
ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) টেস্টে বিরাট কোহলির শততম টেস্ট (Virat Kohli 100th test) , তার আগে দেখে নিন বিরাটের কেরিয়ারের রেকর্ড (Virat Kohli Record)
আরও পড়ুন - Beauty Tips: ভিটামিন ই-র ছোঁয়ায় ত্বক আর চুল হবে উজ্জ্বল, জেনে নিন কীভাবে
তিন ফর্ম্যাটেই ৫০- র বেশি গড়
বিরাট কোহলি (Virat Kohli) দুনিয়ার প্রথম ক্রিকেটার যিনি তিন ফর্ম্যাটেই অর্থাৎ টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টিতে ৫০ র বেশি গড়ে রান করেছেন৷ ৪৫৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তাঁর টেস্টে গড় ৫০.৩৯, ওয়ানডেতে ৫৮.০৭, আর টি টোয়েন্টিতে ৫১.৫০৷
সবচেয়ে বেশি দ্বি শতরান
তিনি টেস্টে সবচেয়ে বেশি ৭ টি দ্বিশতরান করেছেন৷ তাঁর একটাই আক্ষেপ টি টোয়েন্টিতে কোনও শতরান করতে পারেননি৷
টেস্টে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতরানে দ্বিতীয়
টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে তিনি ২০ টি শতরান করেছেন৷ তাঁর সামনে শুধু রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ৷ তাঁর শতরান ২৫ টি৷
আরও পড়ুন - Healthy Lifestyle Tips: পিরিয়ডস চলছে বলে শারীরিক মিলনকে এড়িয়ে না গিয়ে মাতুন আনন্দে
বর্তমানে টেস্ট ক্রিকেট যাঁরা খেলছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি শতরান
বর্তমানে টেস্ট ক্রিকেট যাঁরা খেলছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ২৭ টি শতরান রয়েছে তাঁর৷ যদিও তিনি গত ২ বছরে একটিও শতরান করতে পারেননি৷ তাঁর সঙ্গে সমান শতরান অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের৷
টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেকের ২ টি ইনিংসেই শতরান রয়েছেন বিরাট কোহলির৷ তাঁর ছাড়া এই কৃতিত্ব রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেলের৷ ধোনি চোট পাওয়ায় ২০১৪ তে অ্যাডিলেড টেস্টে অধিনায়কত্ব করেছিলেন তিনি৷ দুটি ইনিংসে তাঁর রান ছিল ১১৫ ও ১৪১৷
বিরাট কোহলি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক৷ তিনি ৬৮ টি টেস্টে ভারতের অধিনায়কত্ব করেছেন৷ যার মধ্যে ভারত ৪০ টি জিতেছে৷
দুটি ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রান করে প্রথম ভারতীয় ক্রিকেটার তিনি৷ ২০১৬ সালে ২৫৯৫, এবং ২০১৭ সালে তিনি ২৮১৮ রান করেন৷
তিনি অধিনায়ক হিসেবে ১৫০ রান সবচেয়ে বেশিবার করেছেন৷
টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি তিনটি ফর্ম্যাটেই তিনি কখনও না কখনও এক নম্বর ক্রিকেটার হয়েছেন তিনি৷
বিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি দুটি দলের বিরুদ্ধে লাগাতার ৩ টি করে শতরান করেছেন৷ দল দুটি ওয়েস্টইন্ডিজ ও শ্রীলঙ্কা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs SL, Virat Kohli