Home /News /sports /
IND vs SL: বিরাট কোহলির শততম টেস্টে টস আপডেট, আজ মোহালিতে বৃষ্টির সম্ভবনা কতটা, জানুন ওয়েদার আপডেট

IND vs SL: বিরাট কোহলির শততম টেস্টে টস আপডেট, আজ মোহালিতে বৃষ্টির সম্ভবনা কতটা, জানুন ওয়েদার আপডেট

IND vs SL: Know toss update and weathet update of Virat Kohli's 100th Test Match -Photo Courtesy- Twitter

IND vs SL: Know toss update and weathet update of Virat Kohli's 100th Test Match -Photo Courtesy- Twitter

IND vs SL: ভারতের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন৷

 • Share this:

  #মোহালি: ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) প্রথম টেস্টে  টস হয়ে গেল(Toss Update)৷ ভারতের অধিনায়ক রোহিত শর্মা  টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন৷ অর্থাৎ বিরাট কোহলির শততম ম্যাচে  (Virat Kohli 100th test)  মোহালিতে প্রথমে ব্যাট করবে ভারত৷

  এই ম্যাচে আবহাওয়ার আপডেট (Weather report)

  প্রথম দিন মোহালিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ ফলে শুক্রবার ভারত বনাম শ্রীলঙ্কার বিরুদ্ধে পুরো দিন খেলা হবে এমনটাই আশা৷

  বিরাট কোহলি (Virat Kohli) ৪ মার্চ অর্থাৎ আজ নিজের কেরিয়ারের ১০০ তম টেস্ট ম্যাচ (Virat Kohli 100th test)  খেলছেন৷ ১০০ বা তার চেয়ে বেশি টেস্ট খেলিয়ে তিনি ১২ তম ভারতীয় ক্রিকেটার হতে চলেছেন৷ ২০১১ সালে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে খেলা দিয়ে প্রথমবার ভারতীয় দলের টেস্ট ক্যাপ পেয়েছিলেন বিরাট কোহলি৷ তিমি ৫০ গড়ে ৭৯৬২ রান করেছেন তাঁর ৯৯ টি টেস্ট থেকে৷ ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট (IND vs SL) মোহালিতে খেলে নিজের শততম টেস্ট (Virat Kohli 100th test) খেলবেন কোহলি৷

  শেষবার তিনি ব্যাট তুলেছিলেন ২৩ নভেম্বর ২০১৯-এ। তার পর আড়াই বছর, ৭০ ইনিংস ধরে শুধুই অপেক্ষা। বিরাট কোহলি সেঞ্চুরি পাচ্ছেন না। শনিবার কোহলির জীবনে বড় দিন। ১০০ তম টেস্ট (Virat Kohli 100th test) খেলতে নামবেন কোহলি। এবার কি তাঁর সেঞ্চুরির খরা কাটবে এই আশাতেই বিরাট কোহলির শততম ম্যাচ দেখকতে বসবেন ফ্যানরা৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: IND vs SL, Virat Kohli

  পরবর্তী খবর