৪ রান করে ফিরে গেলেন অসলঙ্ক। তিনিও আবেশ খানের বলে মারতে গিয়ে ক্যাচ দিলেন। উইকেট পেলেন রবি বিষ্ণই। লিয়ানাগেকে ৯ রানে ফেরালেন তিনি। পাওয়ার প্লেতে শ্রীলংকার অবস্থা ছিল ১৮/৩। ভারতের বোলিং দাপটের কাছে অসহায় লাগছিল তাদের। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন চান্ডিমাল। শেষ পর্যন্ত অবশ্য হর্শল প্যাটেলের বলে ২২ করে ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাচ দিয়ে ফিরে যান। অধিনায়ক শানাকা যতক্ষণ ছিলেন, আশা ছিল লঙ্কার। অন্যদিকে ছিলেন করুনারত্নে। শানাকাকে থামানোর রাস্তা জানা ছিল না ভারতীয় বোলারদের। একা কুম্ভ রক্ষণ করার মতো লড়াই করলেন তিনি।3RD T20I. 19.5: Harshal Patel to Dasun Shanaka 4 runs, Sri Lanka 146/5 https://t.co/rmrqdXJhhV #INDvSL @Paytm
— BCCI (@BCCI) February 27, 2022
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।