#সেঞ্চুরিয়ন: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) মধ্যে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট খেলা রবিবার থেকে শুরু হয়েছিল৷ আর সোমবার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে (2nd Day) এক বল খেলা হল না, সৌজন্যে নাছোড় বৃষ্টি (Rain) ৷ লাগাতার ও বারবার বৃষ্টিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) এক বলও খেলা হল না৷
এদিন এর আগে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনে (2nd Day) আবহাওয়া ভিলেনের ভূমিকায়৷ ওয়েদার আপডেটে (Weather Update) বলা হয়েছে সকাল থেকেই বারেবারে বৃষ্টি (Rain) আর তার জেরে লাঞ্চ অবধি খেলা স্থগিত করে দেওয়া হল৷ দ্বিতীয় দিনের সকালে সেঞ্চুরিয়নে বৃষ্টি হয়৷ যে কারণে খেলা শুরু করার দেরির কারণ সেঞ্চুরিয়নে বৃষ্টি৷
Unfortunately, due to the large volume of rain today at Centurion, play has been called off for the day. #SAvIND pic.twitter.com/NQ5Jbc8MlJ
— BCCI (@BCCI) December 27, 2021
ওয়েদার ফোরকাস্ট (Weather Forecast) অনুযায়ি রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম দিনে আবহাওয়া খারাপ ছিল আর বৃষ্টি হয়নি ফলে ৯০ ওভার খেলা হয়েছিল৷ আর দ্বিতীয় দিনে আবহাওয়া খারাপ দিকে মোড় নেয় আর আকাশ কালো মেঘে ঢেকে যায়৷
সকাে সেঞ্চুরিয়নে ঝমঝম বৃষ্টি (Rain) হয়৷ ম্যাচ শুরুর ২০ মিনিট আগে বৃষ্টি থামলেও লাঞ্চ অবধি ম্যাচ স্থগিত করে দেওয়া হয়৷ কি্তু এরপর আবার বৃষ্টি শুরু হয়৷ এদিকে ওয়েদার আপডেটে (Weather Update) যা আবহাওয়ার পূর্বাভাস তাতে ফ্যানদের খুব আশান্বিত হওয়ার কিছু নেই৷ খবর অনুযায়ি বারবার বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা ৷ খানিকটা পরে ফের মাঠ পরিদর্শন নির্ধারিত হয়েছে৷
It's pouring at SuperSport Park 🌧️
It's gotten darker as well as the ground remains under covers 😕#SAvIND pic.twitter.com/vdUJiNeDTS — BCCI (@BCCI) December 27, 2021
বাকি ৩ দিনের ওয়েদার আপডেট (Weather Update)
আরও পড়ুন - Year Ender 2021: রান পিছু ৯৭ হাজার টাকা রোজগার কোহলির, পূজারার ১ লক্ষ, বাকিরা কে কত পেলেন
ম্যাচের তৃতীয় দিনে সূর্য উঠবে এমনটা আশা করা হচ্ছে৷ কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনে ফের বৃষ্টির কালো ছায়া থাকছে৷ চতুর্থদিনে বাদল ছেয়ে থাকবে এবং তুফানও হবে৷ পঞ্চম দিনে আবহাওয়া (Weather Update) চতুর্থ দিনের তুলনায় আরও খারাপ থাকবে৷
আরও পড়ুন - Hardik Pandya Wife Pregnant Again: ফের কি প্রেগন্যান্ট নাতাশা স্ট্যানকোভিচ, হার্দিকের ছবিতে জোর গসিপ
প্রথম দিনে খেলার কথা হলে ভারতীয় ক্রিকেটাররা টসে জিতে অধিনায়ক বিরাট কোহলির প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন৷ কেএল রাহুল ১২২ এবং অজিঙ্ক রাহানে ৪০ রান করে ব্যাট করছিলেন৷ ময়ঙ্ক আগরওয়াল ৬০ রান করেন, অধিনায়ক বিরাট কোহলি ৩৫ ও চেতেশ্বর পূজারা গোল্ডেন ডাকে আউট হন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs SA, Rain, Weather Update