#রাজকোট: দীনেশ কার্তিক শুক্রবার ১৭ জুন এক অভিনব রেকর্ড করে ফেললেন৷ এবং এই রেকর্ড করতে গিয়ে তিনি ভাঙলেন মহেন্দ্র সিং ধোনির পুরনো রেকর্ড৷ ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক কেরিয়ারে খেলা শুরুর ১৬ বছর পর টি টোয়েন্টিতে প্রথম অর্ধশতরান করে ফেললেন৷ ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে নিজের কেরিয়ারের অর্ধশতরান করলেন ৩৬ তম টি টোয়েন্টি আন্তর্জাতিকে৷ ১৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল৷
দীনেশ কার্তিক ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ২৭ বলে ৫৫ রান করেন দীনেশ কার্তিক৷ পাঁচ ম্যাচের সিরিজ এই মুহূর্তে ২-২ রয়েছে সিরিজ৷ রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি জিতে যায় ঋষভ পন্থের ভারত৷ এদিনের ম্যাচে ২০০ স্ট্রাইকরেটে খেলেন তিনি৷ ২ টি ছক্কা ও ৯ টি বাউন্ডারি মারেন৷
কার্তিক , দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার জুটিতে গুরুত্বপূর্ণ ৬৫ রান ওঠে৷ দুজনে মধ্যের ৫.৩ ওভারের একসঙ্গে খেলা জুটি হন৷ প্রথম ১০ ওভারে এদিন ভারতীয় দল ৫৬ রান করেন, পাশাপাশি শেষ ১০ ওভারে ১১৩ রান ওঠে৷
কার্তিক এদিন নিজের পঞ্চাশে ছক্কা মেরে করেন৷ মাঠে এদিন ডি কে -ডিকে চিৎকার করতে থাকে গ্যালারি৷ স্পিনার ও পেসারদের তিনি ধোলাই করেন৷
এদিনের রেকর্ডের পরে তিনি ভারতের বয়স্কতম ব্যক্তি হিসেবে টি টোয়েন্টিতে প্রথম অর্ধশতরান করলেন৷ তাঁর আগে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির৷ সে সময় ৩৬ বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৮ সালে টি টোয়েন্টিতে নিজের প্রথম অর্ধশতরান করেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dinesh Karthik, IND vs SA