#কটক: ভারতীয় ক্রিকেট দল প্রথম টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছে৷ এই অবস্থায় রবিবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে টিম ম্যানেজমেন্ট৷ প্রথম টি টোয়েন্টিতে ডেভিড মিলার ও রোসি ভ্যান ডার ডুসেন তুফানি ইনিংস খেলেছেন৷ সেদিন সাত উইকেটে হেরেছে টিম৷ সিরিজ শুরু হওয়ার ঠিক আগেই কেএল রাহুল চোট পেয়ে যান, ফলে হঠাৎ করেই ঋষভ পন্থের হাতে অধিনায়কত্ব গেছে৷ এই ঘটনায় টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটারদের নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করবেন৷
পন্থের অধিনায়কত্বের বিষয়ে কোনও কথা এখনও বলা উচিত নয়৷ কিন্তু প্রথম ম্যাচে তাঁর অধিনায়ক হিসেবে কোনও ছাপ মাঠে দেখা যায়নি৷ বরং অভিষেক ম্যাচে তাঁর অধিনায়কত্ব যে চাপের ছিল সেটাই বোঝা যাচ্ছিল৷ তাঁর দলে এদিন যুজবেন্দ্র চাহাল ছিলেন৷ কিন্তু আইপিএলের পার্পল ক্যাপ জয়ী বোলারকে দিয়ে যথেষ্ট বোলিং করাননি৷ তিনি রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল ২০২২ এ ২৭ উইকেট তুলে নিয়েছিলেন৷ ফিরোজ শাহ কোটলায় তিনি মাত্র এক ওভারই বল করেছিলেন৷
আরও পড়ুন - Suicide or Murder: সুন্দরী ফ্যাশন ডিজাইনারের নিথর দেহ বাথরুমে, পরতে পরতে রহস্যহার্দিক পান্ডিয়াকে বল হাতে কামাল দেখাতে হবে৷
হার্দিক পান্ডিয়া গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে আইপিএলে প্রথম মরশুমে নতুন ফ্রাঞ্চাইজিকে একেবারে চ্যাম্পিয়ন করে দিয়েছেন৷ পান্ডিয়া প্রথম ম্যাচে ১২ বলে ৩১ রান করে দলের স্কোরকে ২০০ পার করে দিয়েছিলেন৷ কিন্তু বল হাতে সেভাবে সাফল্য আনতে পারেননি৷ তিনি নিজের একটি ওভারে ১৮ রান লুটিয়ে দেন৷ পন্থের জন্য সবচেয়ে বড় শিরপীড়ার কারণ বোলিং বিভাগের নড়বড়ে পারফরম্যান্স৷ তারওপর তাঁকে উমরান মালিক কিম্বা অর্শদীপের মধ্যে তাঁকে বেছে নিতে হবে৷
উমরান বা অর্শদীপের মধ্যে একজনের অভিষেকের সম্ভবনা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচে যেখানে ব্যাটিং লাইনআপ পারফেক্ট মনে হয়েছে৷ কিন্তু প্রথম ম্যাচে বোলিং বিভাগকে অনেকটাই পানসে দেখিয়েছে৷ অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে কোনও ঝাঁঝ দেখা যায়নি৷ আবার হর্ষল প্যাটেলের বোলিংয়েও কোনও লাভ হয়নি৷ তরুণ আবেশ খানও প্রভাব দেখাতে পারেননি৷ তবে এই তিন বোলারের মধ্যে তিনিও সবচেয়ে ইকোনমিকাল ছিলেন৷
অর্শদীপ আর মালিকের জুটি নিজের তেজ প্রভাব দেখিয়েছে আইপিএলে এবার তাঁরা দেশের জার্সিতে কী করবেন সেটাই দেখার৷ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ড্রিম ইলেভেন টিম (Dream11 Team Prediction)
অধিনায়ক- হার্দিক পান্ডিয়া সহ অধিনায়ক- কুইন্টন ডি কক উইকেটকিপার- ঋষভ পন্থ ব্যাটসম্যান- ডেভিড মিলার, ঈশান কিষাণ, টেম্বা বাবুমা অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, ডওয়েন প্রিটোরিয়স বোলার- যুজবেন্দ্র চাহাল, কাগিসিও রবাদা, ভুবনেশ্বর কুমারদল এইরকম (Indian Cricket Team)
ভারত- ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, (সহ অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।