IND vs SA: ইডেন টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত, হারের আতঙ্কে প্রোটিয়ারা!

Last Updated:

IND vs SA 1st Test: ইডেন টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। টস জেতা ছাড়া প্রথম দিনই কোনও কিছুই যায়নি দক্ষিণ আফ্রিকার পক্ষে। ভারতের দাপুটে বোলিংয়ের সামনে খড়কুটোর মত উড়ে প্রোটিয়াদের ব্যাটিং।

News18
News18
ইডেন টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। টস জেতা ছাড়া প্রথম দিনই কোনও কিছুই যায়নি দক্ষিণ আফ্রিকার পক্ষে। ভারতের দাপুটে বোলিংয়ের সামনে খড়কুটোর মত উড়ে প্রোটিয়াদের ব্যাটিং। জসপ্রীত বুমরাহের ৫ উইকেটের আগুনে স্পেলের সৌজন্যে প্রথম ইনিংসে ১৫৯ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। দিনের শেষে ভারতের স্কোর ৩৭ রানে ১ উইকেট।
টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে শুরুটা ভালো করে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন মিলে ওপেনিং জুটিতে ৫৭ রানের পার্টনাশিপ গড়েন। কিন্তু ওপেনিং জুটি ভাঙার পরই ম্যাচে ফেরে ভারতীয় দল। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। প্রোটিয়া ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করেন মার্করাম।
ইডেনের স্পিন সহায়ক উইকেটে জসপ্রীত বুমরাহর আগুন ঝরানো বোলিং করে বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্ব সেরা। ১৪ ওভারে ২৭ রান দিয়ে একাই ৫ উইকেট নেন তারকা পেসার। বুমরাহের শিকারের তালিকায় রয়েছে এইডেন মার্করাম, রায়ান রিকলটন, টনি ডি জর্জি, শিমন হার্মার, কেশব মহারাজ। এছাড়া মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন। এছাড়া একটি উইকেট নেন অক্ষর প্যাটেল।
advertisement
advertisement
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে শুরুটা ভাল হয়নি ওপেনিং দলের। কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল মিলে ১৮ রান তোলে ওপেনিং জুটিতে। ১২ রান করে মার্কো জানসেনের বলে বোল্ড হন যশস্বী। দিনের শেষে ভারতের স্কোর ৩৭ রানে ১ উইকেট। কেএল রাহুল ১৩ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত রয়েছে। এখনও ১২২ রান পিছিয়ে ভারত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ইডেন টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত, হারের আতঙ্কে প্রোটিয়ারা!
Next Article
advertisement
Bihar Assembly Election Results Update: ২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
  • রাঘোপুরে হাড্ডাহাড্ডি লড়াই, পিছিয়ে তেজস্বী যাদব৷

  • আরজেডি-র গড় রাঘোপুরে এগিয়ে বিজেপি প্রার্থী সতীশ কুমার৷

  • ২০১০ সালে রাঘোপুরেই রাবড়ি দেবীকে হারিয়েছিলেন সতীশ৷

VIEW MORE
advertisement
advertisement