#মেলবোর্ন : কোনও শব্দই , কোনও বিশেষণই যথেষ্ট নয়৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানে শুধু বাইশ গজের লড়াই নয়৷ এটা একটা আবেগ৷ যেখানে রয়েছে কাঁটাতারেরপ্লেয়িং ইলেভেনের সঙ্গে ব্যাট-বল -ফিল্ডিং করে৷ তা সময়ের সঙ্গে সঙ্গেও পরিবর্তিত হয়নি৷ আর প্লেয়াররা যে শুধু পেশাদার হয়েই লড়াই করেন তা নয় তাঁদের হৃদয়েও আবেগের অ্যাড্রিনালিন দৌড়য়৷ ভারত বনাম পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটাই একেবারে সত্যি বলে দেখিয়ে দিলেন রোহিত শর্মা -বিরাট কোহলিরা৷
এদিনের ম্যাচের শুরুতে রোহিত শর্মার চোখে জল দেখেছিল গোটা দুনিয়া আর ম্যাচ জিতিয়ে চিকচিক করে উঠল বিরাট কোহলির চোখও৷
Kodthunam annnaaaaa 😭😭😭🧿💙 pic.twitter.com/Ocz2UcSmnC
— ✨ᕼ𝒾𝕋мάn 𝐌𝐁 ✨ (@satti45_) October 23, 2022
গত টি টোয়েন্টি বিশ্বকাপে হারতে হয়েছে, এশিয়া কাপে হারতে হয়েছে, আরও একটা হার কোনওভাবেই নয়, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণই আশা আছে এই মন্ত্র নিয়ে উইকেটে থেকে লড়ছিলেন বিরাট কোহলি৷
রইল ভাইরাল ভিডিওHis reaction speaks everything 😭❤️#ViratKohli #INDvsPAK pic.twitter.com/7hb4Z5C0jV
— Harsh (@lemmeHarsh) October 23, 2022
অনেক সমালোচনা, অনেক কিছু কিন্তু সব সহ্য করা৷ আর ফর্মে ফিরতে পারবেন না কী বিরাট কোহলি এই নিয়ে সুযোগ পেলেই সকলের কাটাছেঁড়া সব কিছুর জবাব আজ দিল বিরাটের ব্যাট৷ তারকরা বড় মঞ্চই বেছে নেন জ্বলে ওঠার জন্য আর বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের চেয়ে বড় আর কোনও মঞ্চ কী হতে পারে? আর বিরাট তাই আজ প্রথমবার ম্যাচ শেষ করার পর ক্যামেরাম্যানের এক ফাঁকের ক্লোজআপে ধরা পড়ে গেলেন।
আরও পড়ুন- সিএবিতে প্রেসিডেন্ট হচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়
হ্যাঁ ধরা পড়ে গেলেন যে তিনিও সাফল্যের ধারায় ফিরে কাঁদেন, এই অশ্রুবিন্দু অনেক কিছু। অনেক কিছুর উত্তর, অনেক গ্লানির শেষে শাপমোচন। দিওয়ালির আগেই গোটা দেশকে আনন্দে ভরিয়ে দেওয়ার নাম রবিবারের মেলবোর্নে বিরাট কোহলির বুক চিতিয়ে ব্যাটিং।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs PAK, T20 World Cup 2022, Virat Kohli