CWC 2019: ধোনিতে মুগ্ধ ‘চাচা শিকাগো’, ভারত-পাক ম্যাচের টিকিট এই পাক সমর্থকের হাতে তুলে দিলেন মাহি

CWC 2019: ধোনিতে মুগ্ধ ‘চাচা শিকাগো’, ভারত-পাক ম্যাচের টিকিট এই পাক সমর্থকের হাতে তুলে দিলেন মাহি

Photo Source: Twitter

  • Share this:

    #ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপের মঞ্চে অটুট ‘চাচা-ভাতিজা’ সম্পর্ক। ম্যাঞ্চেস্টারে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট চাচা মহম্মদ বসিরের হাতে তুলে দিলেন ‘ভাইপো’ মহেন্দ্র সিং ধোনি।

    কোনও সন্দেহ নেই ক্রিকেট মানচিত্রে এক সেরা গ্রহের নাম মহেন্দ্র সিং ধোনি। তাঁর রাঁচির বন্ধুরাও দাবি করেন, একজন বন্ধুর জন্য মাহি কী করতে পারেন, তা ভাষায় বর্ণনা করা যাবে না। তেমনই এক ঘটনা ঘটেছিল ২০১১ সালের মোহালিতে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল। টিকিটের হাহাকার। মাহির কানে এল সূদুর মার্কিন মুলুক থেকে এসেছেন এক ক্রিকেট সমর্থক। যিনি পাক নাগরিক। কিন্তু টিকিট পাচ্ছেন না। শেষ পর্যন্ত ওই পাক সমর্থককে হোটেলে ডেকে নেন তৎকালীন ভারত অধিনায়ক। তুলে দেন ম্যাচের টিকিট। সেদিন থেকে আজ পর্যন্ত মাহিতে মুগ্ধ শিকাগোর বাসিন্দা মহম্মদ বসির। যিনি ‘চাচা শিকাগো’ বলেই ক্রিকেট মাঠে পরিচিত। আর সেদিন থেকেই শুরু চাচা-ভতিজার সম্পর্ক। বিশ্বকাপে রবিবার ম্যাঞ্চেস্টারে খেলবে ভারত-পাকিস্তান। এবারও ম্যাচ দেখতে শিল্প বিপ্লবের শহরে হাজির বসির। টিকিটের দাম উঠছে ৮০০ থেকে ৯০০ পাউন্ড। শুক্রবার বসিরের হাতে ম্যাচের টিকিট তুলে দিয়েছেন মাহি। সঙ্গে অটোগ্রাফ। মাঠের বাইরে এখনও অটুট বন্ধুত্ব। এটাই তো ভারত-পাক ম্যাচের ইউএসপি। সাবাশ মাহি !

    First published:

    লেটেস্ট খবর