#ক্রাইস্টচার্চ: দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই করেছিলেন ৷ কিন্তু বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারলেন না ৷ মাত্র ১৪ রান করেই প্যাভিলিয়ানে ফিরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ নিউজিল্যান্ড সফরে খারাপ ফর্ম অব্যাহত কিং কোহলির ৷
ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে করেছিলেন ৩ রান ৷ দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ ১৪ ৷ এদিন তাঁকে প্যাভিলিয়ানে ফেরালেন কলিন গ্র্যান্ডহোম ৷ ৩টি বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা পজিটিভই করেছিলেন কোহলি ৷ কিন্তু ব্যাটে ‘ব্যাড প্যাচ’ যে চলছেই ৷ বিরাটের ব্যাটিং দেখে ভারতীয় সমর্থকদের এদিনও হতাশই হতে হল ৷ ৭ রানে প্রথম ইনিংসে এগিয়ে থেকে খেলতে নেমে ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছে ভারত ৷ আজ, রবিবারের ইনিংস ধরলে শেষ পাঁচ ইনিংসে ভারত অধিনায়কের ব্যাটে এসেছে ১৪, ৩, ১৯ ,২ এবং ৯ রান ৷
Colin de Grandhomme has trapped Virat Kohli in front! The medium-pacer gets it to seam in and there's not much Kohli can do about it. He finishes with just 38 runs from the Test series.#NZvIND pic.twitter.com/pwuIhpQl7o
— ICC (@ICC) March 1, 2020
হাগলি ওভালে অবশ্য ভারতকে ম্যাচে ফেরান শামি-বুমরাহ-জাদেজারাই ৷ সকালের দু’ঘন্টায় এল পাঁচ উইকেট। শনিবারের রানের সঙ্গে কিউয়িরা এদিন যোগ করে মাত্র ৭৯ রান। পর পর আউট হলেন টম ব্লান্ডেল (৩০), অধিনায়ক কেন উইলিয়ামসন (৩), রস টেলর (১৫), টম লাথাম (৫২), হেনরি নিকলস (১৪)। শনিবার শেষ সেশনে ২৩ ওভার বল করেও উইকেট পাননি বোলাররা। এ দিন কিন্তু নিঁখুত নিশানায় তাঁরা বল করে গেলেন একটানা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind vs NZ, Virat Kohli