ভারত- ৩২৫ ও ২৭৬/৭ (ডিক্লেয়ার)নিউজিল্যান্ড- ৬২ ও ১৬৭
মুম্বই: ম্যাচের ফলাফল এমনটা যে হবে, তা প্রত্যাশিতই ছিল ৷ এদিন নিউজিল্যান্ডের বাকি ৫টা উইকেট নেওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা (India vs New Zealand) ৷ ওয়াংখেড়েতে চতুর্থ দিনে ভারতীয় বোলারদের কিউয়িদের দ্বিতীয় ইনিংস শেষ করতে সময় লাগল মাত্র ১২ ওভার ৩ বল ৷ ১৬৭ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড ৷ ভারত টেস্ট জিতল ৩৭২ রানে ৷ সেইসঙ্গে সিরিজও ১-০-তে পকেটে পুরলেন কোহলিরা (India beat New Zealand by 372 runs) ৷
The ICC World Test Championship standings after India’s win in the Mumbai Test 👇#WTC23 | #INDvNZ pic.twitter.com/YNrMyEvohr
— ICC (@ICC) December 6, 2021
নিউজিল্যান্ডের বাকি পাঁচটা উইকেট এদিন খুব অল্প সময়ের মধ্যেই নিতে সফল অশ্বিন এবং জয়ন্ত যাদব ৷ শুরু থেকেই স্পিনারদের বল করতে পাঠান কোহলি ৷ অশ্বিন নেন ৩৪ রান দিয়ে ৪টে উইকেট ৷ এবং জয়ন্ত যাদবের ঝুলিতে ৪৯ রান দিয়ে ৪ উইকেট ৷ লাঞ্চের অনেক আগেই ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার ৷ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জেতার পর এখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কে ভারতের স্থান তিন নম্বরে ৷ কোহলিদের উপরে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ৷
🇮🇳 🤝 🇳🇿#WTC23 | #INDvNZ pic.twitter.com/63zQ79U12M
— ICC (@ICC) December 6, 2021
মুম্বই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ওপেনার ময়াঙ্ক আগরওয়ালের দুরন্ত দেড়শো রানের দৌলতে ৩২৫ রান করে ভারত। শুভমান গিল করেন ৪৪ রান ৷ এরপর ওয়াংখেড়েতে নতুন রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের স্পিনার অজাজ প্যাটেল ৷ জিম লেকার এবং অনিল কুম্বলের পর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি ৷ এরপর ভারতীয় স্পিনারদের দাপটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ৬২ রানে ৷ ভারতের বিরুদ্ধে টেস্টে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে কম স্কোর নিউজিল্যান্ডের ৷ এরপর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৭৬ রান করে ডিক্লেয়ার দেয় ভারত ৷ ৫৪০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৬৭ রানই তুলতে পারে নিউজিল্যান্ড ৷ ৩৭২ রানে টেস্ট জিতে নেয় ভারত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs New Zealand, Mumbai