হোম /খবর /খেলা /
চোয়াল শক্ত বিরাটের, মুম্বই টেস্টে ব্যাটে বড় রানের লক্ষ্যে অধিনায়ক

Virat Kohli back in Mumbai Test : চোয়াল শক্ত বিরাটের, মুম্বই টেস্টে ব্যাটে বড় রানের লক্ষ্যে ভারত অধিনায়ক

দ্রাবিড়ের সঙ্গে আলাদা অনুশীলন বিরাটের

দ্রাবিড়ের সঙ্গে আলাদা অনুশীলন বিরাটের

IND vs NZ 2nd test Virat Kohli takes throwdown from Dravid. দ্রাবিড়ের সঙ্গে আলাদা অনুশীলন বিরাটের, মুম্বই টেস্টে সিরিজ জয়ের লক্ষ্যে ক্যাপ্টেন কোহলি

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: দু বছরের ওপর হয়ে গেল ক্রিকেটের কোনও ফরম্যাটে শতরান নেই তার। শেষবার বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্ট পেয়েছিলেন শতরান। মুখে যতই বলুন, শতরান করতে বিরাট কোহলি ( Virat Kohli last century against Bangladesh) মুখিয়ে থাকবেন নিশ্চিতভাবেই বলা যায়। মুম্বই টেস্টে অধিনায়ক হিসেবে ফিরছেন তিনি। বৃষ্টির কারণে ইনডোর অনুশীলনে ( Indian cricket team indoor session) নিজেদের ঝালিয়ে নিল ভারতীয় ক্রিকেটাররা।

আরও পড়ুন - KKR at Eden Gardens : ভেঙ্কটেশ, বরুণদের ইডেনে খেলার রোমাঞ্চ বর্ণনা করছেন নারিন, রাসেলরা

বিরাট বেশ কিছুক্ষণ নকিং করলেন। হেড কোচ রাহুল দ্রাবিড় থ্র ডাউন অনুশীলন ( Rahul Dravid throwdown practice Virat Kohli) করালেন। বিরাটের চোয়াল শক্ত। কিছু করে দেখানোর তাগিদ অনুভব করছেন। মুম্বই টেস্টে জিতে সিরিজ নিজেদের নামে করতে চায় ভারত। কানপুরে হাতের কাছে এসেও জয় পায়নি অজিঙ্কা রাহানের ভারত। মুম্বইতে কী বিরাট কোহলির ভারত জয়ের রাস্তা খুঁজে পাবে?

অধিনায়ককে নিজেকে রান করতে হবে। বুঝিয়ে দিতে হবে টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যান বিরাট কোহলি এখনও ফ্যাক্টর। রাহুল দ্রাবিড়ের সঙ্গে ব্যাটিং নিয়ে কিছুক্ষণ আলোচনা করলেন বিরাট কোহলি। সাউদি, জেমিসনদের বিরুদ্ধে কোথায় পা নিয়ে যেতে হবে দেখানোর চেষ্টা করলেন রাহুল দ্রাবিড়। কিন্তু টিম কম্বিনেশন নিয়ে কিছুটা চিন্তায় ভারত। ভিভিএস লক্ষ্মণ ভাল পরামর্শই দিয়েছেন। তাঁর কথায়, শুভমন গিলের সঙ্গে পূজারা ওপেন করুন।

আরও পড়ুন - India Beat Pakistan In Asian Team Squash: পাকিস্তান ফের হারল ভারতের কাছে, এবার ম্যাচের নায়ক কলকাতার ছেলে

উল্লেখ্য, পূজারা চারটি টেস্টে ওপেন করেছেন। ২০১২ থেকে ২০১৫ অবধি ওপেন করতে নেমে ব্যাট করে তিনি চারটি টেস্টে ৩৪৮ রান করেছেন। সর্বাধিক লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ছিলেন ১৪৫। ওই টেস্টেই দ্বিতীয় ইনিংসে তিনি এক নম্বর পজিশনে গিয়ে শূন্যে আউট হন। ওপেন করলেও এক নম্বরে খেলেছেন একবারই। লক্ষ্মণ আরও বলেন, তিনে পাঠানো হোক অজিঙ্ক রাহানেকে। চারে বিরাট, পাঁচে শ্রেয়স।

ভারতের বোলিং কম্বিনেশনেও পরিবর্তন আসতে চলেছে। মেঘলা পরিস্থিতি দেখে মুম্বইয়ের উইকেটে একজন স্পিনার কমিয়ে জোরে বোলারের সংখ্যা বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা থাকবেনই। বাদ পড়তে পারেন অক্ষর প্যাটেল। আবার তিন স্পিনার রেখে দুই পেসারে নামলে উমেশ যাদবের ( Umesh Yadav) সঙ্গী হতে পারেন মহম্মদ সিরাজ ( Mohammed Siraj)।

সেক্ষেত্রে বসবেন ইশান্ত শর্মা। অধিনায়ক বিরাট কোহলি আইসিসি ট্রফি জিততে পারেননি। এই নিউজিল্যান্ডের কাছেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি টোয়েন্টি বিশ্বকাপ এবং বছর দুই আগে ইংল্যান্ডের মাটিতে একদিনের বিশ্বকাপে হেরেছিলেন। এবার দেশের মাটিতে রোহিতের ভারত কিউইদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয়ের পর, বিরাটের ভারত টেস্ট সিরিজ জিততে পারে কিনা সেটাই দেখার।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: IND vs NZ, Virat Kohli