corona virus btn
corona virus btn
Loading

বিপুল খরচ! আইপিএল ২০২০ থেকে বাদ পড়ল উদ্বোধনী অনুষ্ঠান

বিপুল খরচ! আইপিএল ২০২০ থেকে বাদ পড়ল উদ্বোধনী অনুষ্ঠান

আগামী মরশুম থেকে বন্ধ করা হল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

  • Share this:

#মুম্বই: খরচ বাঁচাতে এবার আইপিএল-এর কর্মসূচি থেকে বাদ পড়ল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ৷ বোর্ডের অন্দরে শুরু খরচ বাঁচানোর খেলা। আগামী মরশুম থেকে বন্ধ করা হল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এই সিদ্ধান্তে বোর্ডের খরচ বাঁচল ৩০ কোটি টাকা। ১৯ ডিসেম্বর কলকাতায় হবে আইপিএল নিলাম।

কেট পেরি, পিট বুল, অ্যাকোন। গত এক দশকে আরও অনেক তারকাই এসেছিলেন আইপিএলের মঞ্চে। তাঁদের পারফরম্যান্স মুগ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট ফ্যানদের। গত দশ বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিকেটের পাশাপাশি আলোচনার বিষয় ছিল উদ্বোধনী অনুষ্ঠান। বিলিয়ন ডলার বেবির এই গালা উদ্বোধনকে এবার ঠান্ডা ঘরে ঠেলে দিল বিসিসিআই। মুম্বইয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত, 'উদ্বোধনী অনুষ্ঠানে অহেতুক টাকা খরচ হয়। ক্রিকেট প্রেমীরাও এই অনুষ্ঠান ভালবাসেন না। শুধু শুধু টাকা খরচের কোনও মানে হয় না।' মসনদে বসার দিন থেকেই আইসিসি'র থেকে টাকা ফেরতের দাবি তুলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়াকিবহাল মহলের দাবি, ৩০ কোটি টাকা বাঁচিয়ে বোর্ডের অন্দরে খরচ বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন দুই সচিব জয়েশ শাহ এবং জয়েস জর্জ। উল্লেখ্য, গত মরশুমে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বাজেট ছিল ৮২ কোটি টাকা। কিন্তু এবার সেই বাজেট বেড়ে দাঁড়িয়েছে ৮৫ কোটি টাকা।
First published: November 6, 2019, 5:41 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर