#ম্যাঞ্চেস্টার: ফেরার লড়াই শুরু গব্বরের। বাঁ-হাতে বিশাল ব্যান্ডেজ বাঁধা। তাই নিয়েই ফিটনেস ট্রেনিংয়ে শিখর ধাওয়ান।
গব্বর শের বলে কথা। তিনি তো অত সহজে দমার পাত্র নন। চোট লেগেছে বাঁ-হাতের আঙুলে। কিন্তু বাকি শরীর তো চাঙ্গা রয়েছে। সেই নিয়েই বাকি টিমের সঙ্গে জিম সেশনে শিখর ধাওয়ান। ম্যাচ খেলুন বা না খেলুন, ফিটনেসটা ঠিক রাখতে হবে। তাই মন দিয়ে করলেন ওয়েট ট্রেনিং। হাতে যন্ত্রণা হচ্ছে। কিন্তু গব্বর যে অন্য ধাতুতে গড়া। মাঠে যে ফিরতেই হবে।
You can make these situations your nightmare or use it an opportunity to bounce back. Thank you for all the recovery messages from everyone. pic.twitter.com/mo86BMQdDA
— Shikhar Dhawan (@SDhawan25) June 14, 2019
এদিকে গব্বরের ফিটনেসের নজর রয়েছে বোর্ডের মেডিক্যাল টিম। ভারতীয় ওপেনারকে নিয়ে তাড়াহুড়োয় নারাজ ম্যানেজমেন্ট। আঙুলের চোট ঠিক হলে শিখরকে প্রথমে হালকা বল দিয়ে ট্রেনিংয়ের ভাবনা।
ট্রেন্টব্রিজে বৃহস্পতিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, ‘‘ আশা করছি তাড়াতাড়ি চোট সারিয়ে উঠবেন ধাওয়ান ৷ এবং বিশ্বকাপের শেষের দিকের ম্যাচগুলি এবং সেমিফাইনালের জন্য ওকে পাব আমরা ৷ আমরা ওকে এইকারণেই দেশে ফিরে যেতে দিইনি ৷ এখানে রেখে দেওয়ারই পক্ষপাতী ছিলাম ৷’’
মাঠে কবে ফিরবেন, জানেন না। গব্বর কিন্তু লড়াই শুরু করে দিয়েছেন।