#লিডস: অবসর জল্পনায় প্রতিক্রিয়া মহেন্দ্র সিং ধোনির। বাংলাদেশকে হারিয়ে শেষ চার নিশ্চিত করার পর হঠাৎই প্রাক্তন অধিনায়কের অবসর নিয়ে জল্পনা ছড়ায়। অবশেষে সেই নীরবতা ভাঙলেন ক্যাপ্টেন কুল।
বিশ্বকাপের মাঝেই নাকি অবসর ঘোষণা করতে পারেন মহেন্দ্র সিং ধোনি। সংবাদসংস্থাকে এমনই নাকি ইঙ্গিত দিয়েছিলেন এক বোর্ড কর্তা। খবর সামনে আসার পরই শোরগোল পড়ে যায় ক্রিকেট মহলে। দীর্ঘদিন ধরে চলা জল্পনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন মহেন্দ্র সিং ধোনি। মাহির প্রতিক্রিয়া, ‘‘আমি জানি না, আমি কবে অবসর নেব। কিন্তু কেউ কেউ চেয়েছিলেন, আমি শ্রীলঙ্কা ম্যাচের আগেই অবসর নিই ।’’ তবে সূত্রের খবর, মাহির ইঙ্গিত ভারতীয় দলের কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের উদ্দেশে নয়।
A name that changed the face of Indian cricket A name inspiring millions across the globe A name with an undeniable legacy MS Dhoni – not just a name! #CWC19 | #TeamIndia pic.twitter.com/cDbBk5ZHkN
— ICC (@ICC) July 6, 2019
বিশ্বকাপের আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিরুদ্ধে সিরিজ। তিরুঅনন্তপুরমে সিরিজের শেষ ম্যাচে হঠাৎই জল্পনা ছড়ায়, মাহি নাকি অবসর নিচ্ছেন। তারপর আবার বিশ্বকাপের মাঝে। এরইমধ্যে বাংলাদেশকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন বিরাটরা। কিন্তু তার থেকেও বেশি আলোচনায় মাহির অবসর জল্পনা ও তা নিয়ে হুজুগে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।